জিনতত্ত্ব ও বিবর্তন Agri Free Exam Batch
35 MCQ // 20 Min
Routine
এক্সাম দেওয়ার জন্য, আপনার এবং আপনার কলেজের নাম লিখুন
1 / 35
1. X-cromosome লিঙ্কড ডিসঅর্ডার নয় কোনটি?
2 / 35
2. কোনটি জৈব অভিব্যাক্তির অন্যতম প্রমান?
3 / 35
3. Biogenic Law এর প্রবক্তা কে?
4 / 35
4. অসম্পূর্ণ প্রকটতার কারণে ফিনোটাইপিক অনুপাত কী ?
5 / 35
5. জীবের প্রকাশিত লক্ষণকে বলা হয় –
6 / 35
6. পৃথিবীকে ছয়টি Avifanual Region এ ভাগ করেন –
7 / 35
7. Phylosophic Zoologique পুস্তকের রচয়িতার নাম কি?
8 / 35
8. মানবদেহে কয় জোড়া সেক্স ক্রোমোজোম থাকে?
9 / 35
9. AB গ্রুপধারী ব্যক্তির রক্তরসে কোন ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়?
10 / 35
10. কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়?
11 / 35
11. মানবদেহের একটি কোষে অটোসোমের সংখ্যা কত?
12 / 35
12. লিথাল জিনের কারণে কোন রোগ হয়?
13 / 35
13. নিচের কোন ব্লাড গ্রুপে অ্যান্টিজেন নেই?
14 / 35
14. লিঙ্গ বিজড়িত বৈশিষ্ট্য নয় কোনটি?
সেক্স লিংক ডিসঅর্ডারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের নাম ও লক্ষণ:
বৈশিষ্ট্যের নাম
লক্ষণ
হিমোফিলিয়া (হিম হল হিমোগ্লোবিনের অংশ)
রক্ত জমাট বাধা বা তঞ্চনে অস্বাভাবিক বিলম্ব, ক্ষতস্থান থেকে অবিরাম রক্ত ক্ষরণ।
এক্টোডার্মাল ডিসপ্লেসিয়া
ঘামগ্রন্থি ও দাঁতের অনুপস্থিতি (ঘামগ্রন্থি এক প্রকার ত্বকীয় গ্রন্থি, দাঁতও এক্টোডার্মাল ভ্রূণস্তর থেকে উৎপত্তি লাভ করে)
স্প্যাজটিক প্যারাপেলাজিয়া
শরীরের নীচের দিকের অংশ আংশিক অবশ হয় ও অনিয়ত কাঠিন্য দেখা দেয়।
অপটিক অ্যাট্রফি
অপটিক স্নায়ুর ক্ষয়িষ্ণুতা
জুভেনাইল গ্লুকোমা
অক্ষিগোলকের কাঠিন্য
হোয়াইট ফোরলক
মাথার সামনে একগোছা সাদা চুল
মায়োপিয়া
দৃষ্টিক্ষীণতা
মাসকুলার ডিসট্রফি
মাসল বা পেশির জটিলতা, দশ বছর বয়সেই শিশুর চলন শক্তি লোপ পায়।
বর্ণান্ধতা : কোণ কোষ তিনটি রঙের প্রতি সংবেদনশীল= লাল, সবুজ ও বেগুনি (তিনটি মৌলিক রং :লাল, হল???দ, নীল” না, খেয়াল রাখা প্রয়োজন)।
সেক্স লিংকড যে কোন রোগের ক্ষেত্রে পুরুষের আক্রান্ত হবার সম্ভাবনা অনেক বেশি, কারণ একটি ত্রুটিযুক্ত X থাকলেই পুরুষ রোগে আক্রান্ত হয়।
লিঙ্গ বিজড়িত বৈশিষ্ট্যে অন্ধত্ব দেখা যায় না।
15 / 35
15. মপ্রকটতার ক্রিয়ায় F2 জনুর ফিনোটাইপিক অনুপাত কত?
16 / 35
16. ঘাস ফড়িং এর লিঙ্গ নির্ধারণ পদ্ধটি কোনটি?
17 / 35
নিচের কোন জেনোটাইপ সর্বাধিক সংখ্যক গ্যামেট তৈরি করবে?
18 / 35
18. “Theory of natural selection” মতবাদটি কোন পুস্তকে প্রকাশিত হয়?
On the Origin of Species (or, more completely, On the Origin of Species by Means of Natural Selection, or the Preservation of Favoured Races in the Struggle for Life), published on 24 November 1859, is a work of scientific literature by Charles Darwin that is considered to be the foundation of evolutionary biology.
19 / 35
19. প্রকট এপিস্টাসিসের ফিনোটাইপিক অনুপাত কত?
20 / 35
20. অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধাদানকারী জিনকে কী বলা হয়?
21 / 35
21. মেন্ডেল কোন জীবের উপর গবেষণা করে বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন?
ম্যান্ডেল বিপরীত বৈশিষ্ট্য যুক্ত দুই ধরনের মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন । কারণ ১.মটরশুটি গাছ একবর্ষজীবী । ২.এদের আয়ুষ্কাল স্বল্প । ৩.মটরফুল উভলিঙ্গ হওয়ায় সহজে স্ব পরাগায়ন ঘটে। ৪. মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরে থেকে আসা অন্য কোন চারিত্রিক বৈশিষ্ট্য সহজে মিশে যেতে পারে না। ফলে বংশ-পরম্পরায় নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন শুদ্ধ সন্তান উৎপাদন সম্ভব হয় । ৫.মটর গাছের সুস্পষ্ট তুলনামূলক বংশগতি বৈশিষ্ট্য দেখা যায়। এজন্য মটর গাছের বহু প্রকরণ উপস্থিত। ফলে সৃষ্ট বংশধরগুলো উর্বর হয়।
22 / 35
22. কোন রক্তগ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় কোনটিকে?
23 / 35
23. একটি জিন যখন অন্য একটি নন- অ্যালিলিক জিনের সকল কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তাকে বলা হয়-
24 / 35
24. Law of segregation সূত্রটি কে আবিষ্কার করেন ?
25 / 35
25. হোমোজাইগাস অবস্থায় কোন জিন জীবের মৃত্যু ঘটাতে পারে?
26 / 35
26. সর্বজনীন গ্রহিতা রক্ত গ্রুপের নাম কী?
27 / 35
27. Law of segregation সূত্রটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন?
28 / 35
28. মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের জিনোটাইপিক অনুপাত কত?
EXPLANATION:
সংকর জীবে বিপরীত বৈশিষ্টের ফ্যাক্টরগুলো (জিনগুলো) মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ (গ্যামেট) সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। এ সূত্রকে মনোহাইব্রিড ক্রস সূত্র (Law of Monohybrid cross) বা জননকোষ শুদ্ধতার সূত্র (Law of Purity of gametes) বা পৃথকীকরণ সূত্র (Law of Segregation)-ও বলা হয়। অসম্পূর্ণ প্রকটতার কারণে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের অনুপাত ৩ : ১ এর পরিবর্তে ১: ২ : ১ হয়।
29 / 35
29. মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক অনুপাত কোনটি?
30 / 35
30. F2 জনুতে ১২:৩:১ অনুপাত পাওয়ার কারণ-
31 / 35
31. জীবের মৃত্যুর জন্য দায়ী জিনকে বলা হয়-
কোনো জিনের মিউটেশন ঘটার পর এটি থেকে সংশ্লেষিত প্রোটিন (এনজাইম) যদি নিষ্ক্রিয় হয় এবং ওই প্রোটিনের শারীরবৃত্তীয় গুরুত্ব যদি জীবনধারণের জন্য অপরিহার্য হয়, তবে হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে। যেসব জিন বা অ্যালিলের কারণে জীবের মৃত্যু ঘটে, তাদের মারণজিন বা লিথাল জিন বলে।
32 / 35
32. দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর উদাহরণ কোনটি?
33 / 35
33. রঙ্গিন জিন থাকা সত্ত্বেও হোয়াইট লেগহর্ন মুরগীর পালক সাদা হয় কেন?
34 / 35
34. দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত হলো-
35 / 35
35. কোন F1 জীবকে তার প্যারেন্টের সাথে ক্রস করানোর নাম-
Your score is