রক্ত ও সঞ্চালন Agri Free Exam Batch
35 MCQ // 20 Min
Routine
এক্সাম দেওয়ার জন্য, আপনার এবং আপনার কলেজের নাম লিখুন
1 / 35
1. মানবদেহের হৃদযন্ত্রের কোনটিকে pace-maker বলে?
প্রশ্ন: মানবদেহের হৃদযন্ত্রের কোনটিকে পেস-মেকার বলে?
প্রশ্ন বিশ্লেষণ: এই প্রশ্নটি হৃদযন্ত্রের পেস-মেকারের পরিচিতি জানতে চায়। পেস-মেকার হলো একটি স্বতঃস্ফূর্ত উজ্জীবক যন্ত্র, যা হৃদপিণ্ডের হার নির্ধারণ করে এবং হৃদপিণ্ডকে সঠিকভাবে পাম্প করতে সহায়তা করে।
অপশন বিশ্লেষণ:
নোট: এই প্রশ্নের সঠিক উত্তর হলো Sinoatrial node (সাইনো-অ্যাট্রিয়াল নোড), কারণ এটিই হৃদযন্ত্রের পেস-মেকার।
পেসমেকার হলো এমন এক ধরনের ডিভাইস যেটি অনিয়ন্ত্রিত হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করে। হৃৎপিন্ডের ডান অ্যাট্রিয়াম প্রাচীরে উপর দিকে অবস্থিত বিশেষায়িত কার্ডিয়াক পেশিগুচ্ছে গঠিত ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে নিয়ন্ত্রিত একটি ছোট অংশ যা বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহ ছড়িয়ে দিয়ে হৃৎস্পন্দন সৃষ্টি করে এবং স্পন্দনের ছন্দময়তা বজায় রাখে তাকে পেসমেকার বলে। আবার মানুষের হৃৎপিন্ডে সাইনো-অ্যাট্রিয়াল নোড হচ্ছে পেসমেকার। এটি অকেজো বা অসুস্থ হলে হৃৎস্পন্দন সৃষ্টি ও নিয়ন্ত্রণের জন্য যে কম্পিউটারাইজড বৈদ্যুতিক যন্ত্র দেহে স্থাপন করা হয় তাকেও পেসমেকার বলে। অর্থাৎ পেসমেকার দু ধরনের। একটি হচ্ছে হৃৎপিন্ডের অবিচ্ছেদ্য অংশরুপী সাইনো অ্যাট্রিয়াল নোড, যা প্রাকৃতিক পেসমেকার নামে পরিচিত। অন্যটি হচ্ছে যান্ত্রিক পেসমেকার, এটি অসুস্থ প্রাকৃতিক পেসমেকারকে নজরদারির মধ্যে রাখে।
2 / 35
2. মানুষের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত কত?
প্রশ্ন: মানুষের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত কত?
প্রশ্ন বিশ্লেষণ: এই প্রশ্নটি রক্তের শ্বেত কণিকা ও লোহিত কণিকার সঠিক অনুপাত সম্পর্কে জানতে চায়। সাধারণত, মানুষের রক্তে লোহিত কণিকা (রেড ব্লাড সেল) এর সংখ্যা শ্বেত কণিকার (হোয়াইট ব্লাড সেল) তুলনায় অনেক বেশি।
নোট: এই প্রশ্নের সঠিক উত্তর হলো ১:৭০০, কারণ মানুষের রক্তে শ্বেত ও লোহিত কণিকার অনুপাত সাধারণত ১:৭০০ হয়।
3 / 35
3. মানুষের হৃদপিন্ডের ভিতরে রক্ত প্রবেশে সাহায্য করে কোন কপাটিকা?
4 / 35
4. ফুসফুস হতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে –
প্রশ্ন: ??ুসফুস হতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে –
প্রশ্ন বিশ্লেষণ: এই প্রশ্নটি জানতে চায়, ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোন অংশে প্রবেশ করে। সাধারণত, এই রক্ত হৃদপিণ্ডের কোন অংশে যায় তা বুঝানো হয়েছে।
নোট: এই প্রশ্নের সঠিক উত্তর হলো বাম অলিন্দ (Left Atrium), কারণ এটি ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে।
5 / 35
5. নিচের কোন উদ্ভিদটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়?
6 / 35
6. ডান নিলয় থেকে রক্ত কোথায় যায়?
7 / 35
7. মানবদেহের লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত-
8 / 35
8. মানব দেহের সকল শিরা হৃৎপিন্ডের কোন প্রকোষ্ঠে প্রবেশ করে?
9 / 35
9. নিচের কোনটি মানবদেহের Natural Pacemaker নামে পরিচিত?
10 / 35
10. করোনারি ধমনি কোথায় রক্ত সরবরাহ করে?
11 / 35
11. রক্ত জমাট বাঁধতে কোনটি সহায়তা করে?
12 / 35
12. নিচের কোনটি তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে?
13 / 35
13. কোন রক্ত কণিকা দেহে এন্টিবডি তৈরি করে?
লিম্ফোসাইট হলো এক প্রকার white blood cell বা WBC। WBC কে গঠনগতভাবে ও সাইটোপ্লাজমে দানার উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। এর সাইটোপ্লাজম দানাহিন ও পরিষ্কার।
14 / 35
14. বেসোফিল কোনটির অংশ?
15 / 35
15. নিচের কোনটি Giant cell তৈরী করে ?
16 / 35
16. ডান নিলয় থেকে রক্ত কোথায় যায়?
17 / 35
17. মানুষের লোহিত কণীকায় Rh Antigen আবিষ্কার করেন কোন Relationship বিজ্ঞানী ?
18 / 35
18. মানবদেহের রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে কোনটি?
19 / 35
19. রক্তের তরল অংশকে বলে-
20 / 35
20. কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস নেই?
21 / 35
21. হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলে?
22 / 35
22. প্রাণিদেহে কোনটি অ্যান্টিবডি তৈরী করে?
23 / 35
23. কোনটি রক্ত জমাট বাঁধতে দেয় না?
24 / 35
24. অ্যান্টিকোয়াগুলেন্ট কোনটি?
25 / 35
25. মানুষের লোহিত রক্তকণিকা কোন ধরনের?
26 / 35
26. কোন ??ঙ্গটি রক্তের PH নিয়ন্ত্রন করে?
27 / 35
27. স্তন্যপায়ীর নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি?
28 / 35
28. কোনটি এনজিওপ্লাস্টির প্রকারভেদ নয়?
29 / 35
29. মানুষের মস্তিষ্কে কয়টি ভেন্ট্রিকল দেখা যায়?
মানব মস্তিষ্কে চারটি ভেন্ট্রিকল থাকে। দুটি পার্শ্বীয় ভেন্ট্রিকল, তৃতীয় ভেন্ট্রিকল এবং চতুর্থ ভেন্ট্রিকল।
30 / 35
30. রক্তের সবচেয়ে বড় কণিকার নাম কি?
31 / 35
31. মানবদেহে রক্তের শতকরা কতভাগ রক্তরস?
32 / 35
32. অক্সি হিমোগ্লোবিনের কাজ কী?
33 / 35
33. হৃদচক্রের গড় সময়কাল কত সেকেন্ড ?
34 / 35
34. কোনটিতে নিউক্লিয়াস নেই?
স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রক্তের রক্ত-কণিকা হৃৎপিন্ডগুলির মধ্যে অনন্য কারণে তাদের পরিপক্ক হওয়ার পরেও নিউক্লিয়াস থাকে না। এরিথ্রোপয়েসিসের প্রথম পর্যায়ে তাদের নিউক্লিয়াস থাকে তবে তারা পরিপক্ক হওয়ার সাথে সাথে বিকাশের সময় তাদেরকে বের করে দেয়; এটি হিমোগ্লোবিনের জন্য আরও স্থান সরবরাহ করে। নিউক্লিয়াস-বিহীন লাল রক্ত কোষগুলি রেটিকুলোকাইটস নামে পরিচিত যা পরবর্তীকালে তাদের মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো অন্যান্য সমস্ত সেলুলার অর্গানেলগুলি হারাতে থাকে।
যেহেতু লাল রক্ত কোষগুলিতে নিউক্লিয়াস থাকে না তাই বর্তমানে এই কোষগুলিতে প্রোটিন জৈবসংশ্লিষ্ট অনুপস্থিত বলে ধরে নেওয়া হয়।
নিউক্লিয়াস এবং অর্গানেলগুলির অভাবের কারণে, পরিপক্ক লাল রক্ত কণিকায় ডিএনএ থাকে না এবং কোনও আরএনএ সংশ্লেষিত করতে পারে না এবং ফলস্বরূপ বিভাজন করতে পারে না এবং সীমাবদ্ধ মেরামতের ক্ষমতাও থাকতে পারে না। প্রোটিন সংশ্লেষণ পরিচালিত করতে অক্ষমতার অর্থ হলো স্তন্যপায়ী লোহিত রক্তকণিকাকে লক্ষ্য করে কোনও ভাইরাস বিকশিত হতে পারে না।
35 / 35
35. অনুচক্রিকার কাজ নয় কোনটি?
EXPLANATION:
প্রশ্ন: অনুচক্রিকার কাজ নয় কোনটি?
প্রশ্ন বিশ্লেষণ: এই প্রশ্নটি জানতে চায় যে, অনুচক্রিকার কাজের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়। অনুচক্রিকা (platelets) রক্ত জমাট বাঁধাতে সহায়ক ভূমিকা পালন করে এবং হিমোস্ট্যাটিক প্রক্রিয়ায় অংশ নেয়।
নোট: এই প্রশ্নের সঠিক উত্তর হলো হেপারিন উৎপন্ন করা, কারণ এটি অনুচক্রিকার কাজ নয়।
Your score is