Report a question
2 / 50
2. মানব শিশুর জন্মের সময় কতটি অস্থি থাকে?
EXPLANATION:
জন্মের সময় মানবদেহে ৩০০ টিরও বেশি হাড় থাকে,[২] তবে এইগুলির মধ্যে অনেকগুলি বিকাশের সময় একসঙ্গে যুক্ত হয়ে যায়, এর ফলে প্রাপ্তবয়স্কদের দেহে, অসংখ্য ছোট সিসাময়েড অস্থি বাদ দিয়ে মোট ২১২ টি পৃথক হাড় থাকে।[৩] দেহের বৃহত্তম হাড় হল ঊর্বস্থি (ফিমার) বা উরুর হাড়, এবং সবচেয়ে ছোটটি হল মধ্যকর্ণের স্টেপিস।
গ্রিক ভাষায় হাড় হল (” অস্টিওন “), এ
জন্মের সময় মানবদেহে ৩০০ টিরও বেশি হাড় থাকে,[২] তবে এইগুলির মধ্যে অনেকগুলি বিকাশের সময় একসঙ্গে যুক্ত হয়ে যায়, এর ফলে প্রাপ্তবয়স্কদের দেহে, অসংখ্য ছোট সিসাময়েড অস্থি বাদ দিয়ে মোট ২১২ টি পৃথক হাড় থাকে।[৩] দেহের বৃহত্তম হাড় হল ঊর্বস্থি (ফিমার) বা উরুর হাড়, এবং সবচেয়ে ছোটটি হল মধ্যকর্ণের স্টেপিস।
গ্রিক ভাষায় হাড় হল (” অস্টিওন “), এ
18 / 50
18.
পরিণত বয়সের সর্ব মোট কশেরুকার সংখ্যা কত?
EXPLANATION:
৩৩টি অনিয়ত আকৃতির অস্থিখণ্ড নিয়ে মেরুদণ্ড গঠিত। পরিণত বয়সে স্যাক্রাল কশেরুকাগুলো একীভূত হয়ে স্যাক্রাম (sacrum) এবং কক্কিজিয়ালগুলো কক্কিক্স (coccyx) গঠন করে। ফলে, সর্বমোট কশেরুকার সংখ্যা হয় ২৬টি।
19 / 50
19.
মানব দেহে অক্ষীয় কঙ্কালের অস্থির সংখ্যা কত?
EXPLANATION:
20 / 50
20.
মানুষের শরীরর কোন হাড়টিকে ‘ডেলটয়েড টিউবারোসিটি’ অঞ্চলটি রয়েছে?
EXPLANATION:
টিবিয়া-ফিবুলা নিম্ন পা এর দুটি অস্থি। ফিমারের সাথে সংযুক্ত হওয়ার জন্য এতে দুটি সংযোগী তল এবং পেশি সংযোজনের জন্য একটি “ডেলটয়েড টিউবারোসিটি” অঞ্চল রয়েছে। [Ref: আজমল]
21 / 50
21.
পেশীকে অস্থির সাথে যুক্তকারীকে কী বলে?
EXPLANATION:
একটি পেশি একটি অস্থির সাথে কন্ডরা বা টেন্ডন দ্বারা আটকানো থাকে। Ans: D.
22 / 50
22.
নিচের কোনটি মানুষের অক্ষীয় কংকালতন্ত্রের অংশ?
EXPLANATION:
করোটি হচ্ছে মানুষের অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ।
23 / 50
23.
মানবদেহে কয়টি অস্থি থাকে?
EXPLANATION:
মানবদেহে অক্ষীয় উপাঙ্গীয় কঙ্কাল মিলে মোট ২০৬টি অস্থি বা হাড় বিদ্যমান। সর্ববৃহৎ অস্থি ফিমার ও ক্ষুদ্রতম অস্থি স্টেপিস।
24 / 50
24.
মেরুদন্ডের প্রথম হাড় কোনটি?
EXPLANATION:
25 / 50
25.
নিচের কোনটি টার্সাল অস্থি?
EXPLANATION:
26 / 50
26.
মানবদেহে থোরাসিক কশেরুকা কয়টি ?
EXPLANATION:
27 / 50
27.
কোন পেশি মুখ বন্ধ হতে সাহায্য করে?
EXPLANATION:
ম্যাসেটর পেশি নিম্ন চোয়ালকে উপরের দিবে উঠতে সাহায্য করে, ফলে খোলা মুখ বন্ধ হয়ে যায়। [Ref: আজমল।
28 / 50
28.
মানবদেহের মেরুদন্ডে অস্থি সংখ্যা কয়টি?
EXPLANATION:
29 / 50
29.
ব্যাঙ ও হাঙ্গরের ভ্রুণে কোন ধরণের তরুণাস্থি পাওয়া যায়?
EXPLANATION:
: স্বচ্ছ বা হায়ালিন (Hyaline) তরুণাস্থি স্তন্যপায়ীর নাক, শ্বাসনালি, স্বরযন্ত্র প্রভৃতি স্থানে এবং ব্যাঙ ও হাঙরের ভ্রূণে বা পরিণত দেহে প্রচুর পরিমাণে পাওয়া যায়। স্থিতিস্থাপক (Elastic) বা পীত-তন্ত্রময় তরুণাস্থি: বহিঃকর্ণ বা পিনা, ইউস্টেশিয়ান নালি, এপিগ্লটিস প্রভৃতি অংশে স্থিতিস্থাপক তরুণাস্থি বিদ্যমান। • শ্বেততন্ত্রময় (White fibrous) তরুণাস্থি সন্ধিতে, যেমন: দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে থাকে। বিশেষ কয়েকটি • চুনময় বা ক্যালসিফাইড (Calcified) তরুণাস্থি: হিউমেরাস ও ফিমারের মস্তকে ক্যালসিফাইড তরুণাস্থি পাওয়া যায়। Ans: A.
30 / 50
30.
কোনটি করোটিকার জোড়া অস্থি নয়?
EXPLANATION:
করোটিকার একক অস্থি হলো: অক্সিপিটাল B-2.7 করোটি অস্থি, স্ফেনয়েড অস্থি, এথময়েড অস্থি। মুখমণ্ডলের একক অস্থি ম্যান্ডিবল ও ভোমার।
31 / 50
31.
মানবদেহের সবচেয়ে ছোট অস্থিকোথায় অবস্থিত?
EXPLANATION:
কানের স্টেপিস হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোটো অস্থি ও পা এর ফিমার হচ্ছে বৃহত্তম অস্থি। [Ref: আজমল)
32 / 50
32.
টার্সাল অস্থি কোথায় পাওয়া যায়?
EXPLANATION:
টার্সাল অস্থি: মানবদেহের পায়ের গোড়ালি ও পদতলে পৃষ্ঠভাগ গঠিত হয় ৭টি বিভিন্ন আকৃতির টার্সাল অস্থি সমন্বয়ে। টার্সাল অস্থিগুলো হলো- ক্যালকেনিয়াস, ট্যালাস, কিউবয়েড, নেভিকুলার ও ৩টি কুনিফর্ম অস্থি। Ans: B.
33 / 50
33.
ডেলটয়েড কোন ধরনের পেশী?
EXPLANATION:
এবডাকটর পেশিঃ এটি দেহের কোনো অংশকে দেহের অক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করে।
34 / 50
34.
মানবদেহের বক্ষপিঞ্জরে মােট অস্থির সংখ্যা –
EXPLANATION:
বক্ষপিঞ্জরে মোট অস্থির সংখ্যা ২৫ টি।
36 / 50
36.
মানবদেহের কটিদেশীয় অঞ্চলে কশেরুকার সংখ্যা কত?
EXPLANATION:
পরিণত বয়সে মানবদেহে কশেরুকা থাকে মোট ২৬ টি। এর মধ্য লাম্বার বা কটিদেশীয় কশেরুকার সংখ্যা হলো ৫ টি।
37 / 50
37.
মাথার খুলিতে কয়টি হাড় রয়েছে?
EXPLANATION:
স্বপক্ষে যুক্তিঃ আজমল স্যারের বই অনুসারে, মাথার খুলির অস্থি বলতে করোটিকার অস্থিকে বোঝানো হয়। আর করোটিকার অস্থির সংখ্যা ৮ টি। সুতরাং এটি একটি BLANK Answer Question। করোটিতে হাড় 29। করোটিকায় ৪। করোটি (29) = করোটিকা (৪) মুখমণ্ডলীয় অস্থি (14) + কর্ণাস্থি (6) + হাইওয়েড (1)।
38 / 50
38.
কোনটি হাড়ের সাথে পেশী সংযুক্ত করে?
EXPLANATION:
39 / 50
39.
মানুষের মুখমন্ডলে কতগুলো অস্থি আছে?
EXPLANATION:
40 / 50
40.
মানুষের দেহের সবচেয়ে ছোট হাড় (Bone) কোনটি?
EXPLANATION:
মানব দেহে সবচেয়ে ছোট হাড়টি থাকে অন্তকর্ণে। এটির নাম স্টেপিস
41 / 50
41.
মানবদেহের বক্ষদেশীয় কশেরুকা কয়টি?
EXPLANATION:
: সারভাইকাল (গ্রীবাদেশীয়) কশেরুকা ৭টি • থোরাসিক (বক্ষদেশীয়) কশেরুকা – ১২টি • লাম্বার (কটিদেশীয়) কশেরুকা – ৫টি • স্যাক্রাল (শ্রোণীদেশীয়) কশেরুকা ৫টি • কক্কিজিয়াল (পুচ্ছদেশীয়) কশেরুকা – ৪টি Ans : D.
42 / 50
42.
মানুষের গ্রীবা দেশীয় কশেরুকার সংখ্যা কতটা?
EXPLANATION:
43 / 50
43.
পুচ্ছ দেশীয় কশেরুকার নাম কি?
EXPLANATION:
পুচ্ছদেশীয় কশেরুকার নাম Coccyx। • অ্যাটলাস থেকে কক্কিক্স পর্যন্ত প্রলম্বিত, সুষুম্নাকাণ্ডকে ঘিরে অবস্থিত একসারি কশেরুকা নিয়ে গঠিত এবং দেহের অক্ষকে অবলম্বনদানকারী অস্থিময় ও নমনীয় গঠনকে মেরুদণ্ড বলে।
44 / 50
44.
কোনটি অক্ষীয় কঙ্কাল নয়?
EXPLANATION:
45 / 50
45.
কোন পেশী দেহের ভাজ করা অংশকে পুনরায় সোজা হতে সাহায্য করে?
EXPLANATION:
46 / 50
46.
হ্যামস্ট্রিংয়ের পেশি কয়টি পেশির সমম্বয়ে গঠিত?
EXPLANATION:
47 / 50
47.
কোনটি পায়ের অস্থির অংশ নয়?
EXPLANATION:
বাহুর অস্থিগুলো হলো হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল ও ফ্যালানঞ্জেস। • পায়ের অস্থিগুলো হলো ফিমার, টিবিয়া, ফিবুলা, প্যাটেলা, টার্সাল, মেটাটার্সাল ও ফ্যালানজেস।
48 / 50
48.
সেন্ট্রাম কোন হাড়ের অংশ?
EXPLANATION:
• সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি এটি কশেরুকার বৃহত্তম ও সম্মুখস্থ ভুল অংশ, দেখতে ডিম্বাকার রডের একটি খণ্ডের মতো।
49 / 50
49.
মানবদেহে সারভাইকাল ভার্টিব্রা কয়টি?
EXPLANATION:
50 / 50
50.
শ্বাসনালীতে তরুণাস্থি কয়টি থাকে?
EXPLANATION:
সবার রেজাল্ট একসাথে দেখার জন্য ‘Show’ এর পাশে ‘5’ ক্লিক করার পর ‘All’ এ ক্লিক করেন। ‼ এক্সাম দেওয়ার পর, রেজাল্টে আপনার মেরিট দেখতে পেজটিকে একবার Reload করুন ।
তুমি যদি লগিন করে এক্সাম দাও, তাহলে তোমার দাগানো কোন MCQ সঠিক এবং ভুল ছিল, সব দেখতে পারবা এখানে।
You must log in to see your results.