Report a question
10 / 50
10.
কোনটি আর্কিওপটেরিক্সের বৈশিষ্ট্য নয়?
EXPLANATION:
Archaeopteryx: বিবর্তনিক সংযোগকারী প্রাণী (পাখি ও সরীসৃপ)। • সরীসৃপের বৈশিষ্ট্য: (i) দেহ ও বাহুতে আঁইশের (সরীসৃপ) উপস্থিতি। (ii) অস্থিগুলো নিরেট প্রকৃতির। (iii) শক্তি শালী চোয়ালের কোটরে বসানো সমআকৃতির দাঁত। (iv) লিজার্ডের মতো লেজ যা ২০টি কশেরুকা সমৃদ্ধ। (v) অগ্রপদে ৩টি করে নখরযুক্ত আঙ্গুল (vi) মস্তিষ্কের গঠন সবল, সেরেব্রাল হেমিস্ফিয়ার নলাকৃতির। • পাখির বৈশিষ্ট্য: (i) দেহে উন্নত পালকের উপস্থিতি। (ii) অগ্রপদ ডানায় রূপান্তরিত এবং এতে উড্ডয়ন পালক রেমিজেসের উপস্থিতি। (iii) লেজে উড্ডয়ন পালক রেস্ট্রিসেসের উপস্থিতি। (iv) চোয়াল ঠোঁটে রূপান্তরিত। (v) দুটি ক্ল্যাভিকল অস্থি মিলিত হয়ে আকৃতির ফারকুলা গঠন। (vi) মাথার খুলি অপেক্ষাকৃত বড় এবং 1 টি অক্সিপিটাইল কন্ডাইল যুক্ত। > বিবর্তনিক পথ: সরীসৃপ → Archaeopteryx → পাখি। Ans: B.
11 / 50
11.
পুনরাবৃত্তি মতবাদের প্রবক্ত কে?
EXPLANATION:
12 / 50
12.
A– গ্রুপের রক্তদাতা কাদেরকে রক্ত দিতে পারবেন?
EXPLANATION:
13 / 50
13.
একজন নিগ্রো পুরুষের সাথে একজন শ্বেতাঙ্গ মহিলার বিয়ে হলে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কি হবে?
EXPLANATION:
পলিজেনিক ইনহেরিট্যান্স: ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন- অ্যালিলিক জিনের একটি গ্রুপ সম্মিলিতভাবে কোন জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে সেই জিন গ্রুপকে পলিজিন বলে এবং বৈশিষ্ট্যের বংশগতিকে পলিজেনিক ইনহেরিট্যান্স বলে। • একজন নিগ্রো ও শ্বেতাঙ্গ মহিলার বিয়ে হলে তাদের মধ্যে পলিজেনিক ইনহেরিট্যান্স দেখা যায়। F₂ জনুতে- • ১ জন নিগ্রো। • ৪ জন গাড় বর্ণ। • ৬ জন নিউল্যাটো বা মাঝারি বর্ণ। • ৪ জন হালকা বর্ণ। • ১ জন শ্বেতাঙ্গ, পাওয়া যায়। Ans: C.
14 / 50
14.
B– গ্রুপের রক্তধারী ব্যক্তি কাদেরকে রক্ত দিতে পারবে?
EXPLANATION:
15 / 50
15.
ইন্টারমিডিয়েট জিন দায়ী কোনটির জন্য?
EXPLANATION:
একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে সংকরায়ণ ঘটালে যাদ F1 জনুতে প্রকট বৈশিষ্ট্য পূর্ণ প্রকাশে বাধা পায় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। এর জন্য দায়ী জিনগুলোকে ইন্টারমিডিয়েট জিন বলে।
16 / 50
16.
মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি?
EXPLANATION:
নিষ্ক্রিয় অঙ্গসমূহ: লোম, উপপল্লব, আক্কেল দাঁত, কানের পেশী, পুচ্ছাস্থি বা কক্কিক্স, অ্যাপেনডিক্স।
17 / 50
17.
দ্বৈত প্ৰচ্ছন্ন এপিস্ট্যাসিস এর ফলে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত-
EXPLANATION:
18 / 50
18.
মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটরশুঁটির চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটি ছিল না?
EXPLANATION:
মেন্ডেলের গবেষণায় মটরশুঁটি গাছের সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য: বীজের আকার • বীজের রং • মটরশুঁটির আকার • কাঁচা মটরশুঁটির রং • ফুলের রং • ফুলের অবস্থান
19 / 50
19.
প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা কে?
EXPLANATION:
চার্লস রবার্ট ডারউইন (1809-1882) একজন ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী (naturalist) ছিলেন। 1859 সালে প্রকাশিত “Origin of Species by Means of Natural Selection” নামক গ্রন্থে তিনি অভিব্যক্তি সম্পর্কে তাঁর সুচিন্তিত ও জোরালো মতবাদ প্রকাশ করেন। এ মতবাদ প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ডারউইনিজম নামে পরিচিত। এ মতবাদের মাধ্যমে তিনি অভিব্যক্তির কলাকৌশল ও প্রবাহ সম্পর্কে বাস্তব তথ্যাবলী প্রকাশ করেন। এছাড়া তিনি উদ্ভিদ, প্রবাল, মানুষের উদ্ভব, আগ্নেয়গিরির ভূতাত্ত্বিক পর্যবেক্ষণমূলক গ্রন্থও প্রণয়ন করেন।
20 / 50
20.
প্রকট এ্যপিস্টাটিস এর ফলে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত হবে.?
EXPLANATION:
21 / 50
21.
লিথাল জিনের ক্ষেত্রে কোনটি সত্য নয়?
EXPLANATION:
প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থায়ই জীবের মৃত্যু কিংবা আঙ্গিক বৈকল্য ঘটাতে পালে। প্রচ্ছন্ন লিথাল জিন কেবল হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়।
22 / 50
22.
জার্মপ্লাজম ও সোমাটোপ্লাজম তত্ত্বের প্রবক্তা কে.??
EXPLANATION:
জিনগত প্রকরণ, প্রাকৃতিক নির্বাচন এবং জননগত পৃথককরণ। নয়া-ডারউইনবাদের প্রধান প্রবক্তা অগাস্ট ভাইজম্যান। তিনি 1895 খ্রিষ্টাব্দে তাঁর জার্মপ্লাজম মতবাদ প্রকাশ করেন। তিনি ল্যামার্কের ‘অর্জিত গুণের উত্তরাধিকার’ তত্ত্বের বিরোধিতা করেন এবং প্রকরণের উৎপত্তির ব্যাখ্যা দেন তিনি তাঁর জার্মপ্লাজম-সোমাটোপ্লাজম তত্ত্বে উল্লেখ করেন যে, জীবদেহের প্রোটোপ্লাজম দুই ধরনের যথা: সোমাটোপ্লাজম ও জার্মপ্লাজম। সোমাটোপ্লাজম দেহকোষে এবং জার্মপ্লাজম জননকোষে অবস্থান করে। জার্মপ্লাজমে যৌন জননের মাধ্যমে জীবদেহের বৈশিষ্ট্য পরবর্তী বংশধরে স্থানান্তরিত করে কিন্তু সোমাটোপ্লাজম তা পারে না। তাই সোমাটোপ্লাজমবাহী দেহকোষে পরিবর্তন ঘটলেও তা সন্তান- সন্তুতিতে সঞ্চারিত হয় না। তিনি প্রকরণ বা পরিবৃত্তির ব্যাখ্যায় বলেন যে, জননকোষের অভ্যন্তরীণ উদ্দীপনার ফলেই পরবর্তী বংশধরে প্রকরণের উদ্ভব ঘটে।
23 / 50
23.
নিচের কোনটি দ্বৈত-প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস অনুপাত-
EXPLANATION:
অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপিক অনুপাত = ১ : ২: ১ • সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত ১:২:১ • মারণ জিন বা লিথাল জিনের অনুপাত ২:১ A • পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত = ৯ : ৭ • প্রকট এপিস্ট্যাসিসের অনুপাত = ১৩: ৩ • দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস = ৯ : ৭ Ans: B.
24 / 50
24.
প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত হলো-
EXPLANATION:
অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপিক অনুপাত = ১: ২: ১ • সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত ১:২:১ • মারণ জিন বা লিথাল জিনের অনুপাত=২:১ • পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত ৯:৭ • প্রকট এপিস্ট্যাসিসের অনুপাত = ১৩: ৩ • দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস = ৯: ৭ D.
25 / 50
25.
কোনটি জীবন্ত জীবাশ্ম নয়?
EXPLANATION:
জীবন্ত জীবাশ্ম: Platypus, Limulus, Sphenodon, Latimaria ইত্যাদি। • Archaeopteryx: একটি জীবাশ্ম যার আবির্ভাব জুরাসিক যুগে। এটি সরিসৃপ ও পাখি উভয় বৈশিষ্ট্যে সমন্বয় করে বলে সংযোগকারী যোগসূত্র বলা হয়ে থাকে। Ans: A.
26 / 50
26.
কোন বিজ্ঞানী সর্বপ্রথম বিভিন্ন প্রাণীর মধ্যে ভ্রূণের সাদৃশ্য লক্ষ্য করেন?
EXPLANATION:
বিভিন্ন প্রাণীর মধ্যে ভ্রুণের সাদৃশ্য লক্ষ করে জার্মান বিজ্ঞানী কার্ল ভন বেয়ার বলেছেন যে, “ভ্রুণাবস্থায় একটি জীব তার আদি ইতিহাসকে সংক্ষিপ্তাকারে প্রকাশ করে থাকে। Ans: A.
27 / 50
27.
চার্লস ডারউইনের “Origin of species by means of natural selection” নামক গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
EXPLANATION:
চার্লস রবার্ট ডারউইন প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা। • ডারউইন প্যানজেনেসিস মতবাদের প্রবর্তন করেন। • ডারউইন মানুষের বিবর্তন ব্যাখ্যা করেন। • তার রচিত গ্রন্থ – Origin of Species by means of Natural Selection (1859) Ans: C.
28 / 50
28.
নিচের কোনটি সেক্স-লিঙ্কড জিনের উদাহরণ নয়?
EXPLANATION:
29 / 50
29.
“প্রত্যেক ক্রোমোজোমের একটি নিজেস্ব সত্তা আছে”- উক্তিটি কোন বিজ্ঞানির?
EXPLANATION:
উইলিয়াম বেটসন ১৯০৫ খ্রিস্টাব্দে সর্বপ্রথম Genetics শব্দ প্রচলন করেন। • সাটন ও বোভেরি ক্রোমোজোম তত্ত্ব প্রদান করেন। • মেন্ডেল বংশগতি বিদ্যার জনক। Ans: B.
30 / 50
30.
জীবের জিন মিউটেশন এর ফলে কোন ধরনের বিবর্তন ঘটে?
EXPLANATION:
১। মাইক্রো-বিবর্তন: মিউটেশন বা পরিব্যক্তি, প্রকরণ ইত্যাদির ফলে জিন- এ সংঘটিত পরিবর্তন গুলো মাইক্রো-বিবর্তন সৃষ্টি করে। ফলে বিভিন্ন জাত, ভ্যারাইটি বা উপপ্রজাতির সৃষ্টি হয়। ২। ম্যাক্রো-বিবর্তন: উপপ্রজাতির ধাপ অতিক্রম করে প্রজাতি সৃষ্টির বিবর্তন হল ম্যাক্রো-বিবর্তন। ৩। মেগা-বিবর্তন: পরিব্যক্তি (মিউটেশন) এর ফলে অনেক সময় ধরে, বৃহৎ পরিসরে সংঘটিত পরিবর্তন, যার ফলে মেজর ট্যাক্সাগুলো (গোত্র, বর্গ, শ্রেণি ইত্যাদি) সৃষ্টি হয়। Ans: B.
31 / 50
31.
Archaeopteryx কে কোন কোন শ্রেণীর যোগসূত্র বলা হয়?
EXPLANATION:
Archaeopteryx: এটি একটি জীবাশ্ম। আদি পাখির নাম আর্কিওপটেরিক্স। এদের কোনো সদস্য বর্তমানে জীবিত নেই। জুরাসিক যুগে এদের আবির্ভাব হয়েছিল। Archaeopteryx এর মধ্যে সরীসৃপ (Reptiles) ও পাখি (Aves) উভয় শ্রেণির কিছু বৈশিষ্ট্যের উপস্থিতির জন্য একে সংযোগকারী যোগসূত্র হিসেবে বিবেচনা করা হয়। Ans: C.
32 / 50
32.
মেন্ডেল পরীক্ষার জন্য মটর গাছ কেন বেছে নিয়েছিলেন?
EXPLANATION:
পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেয়ার কারণ- • মটর গাছ একবর্ষজীবী হওয়ায় খুব সহজেই বাগানের জমিতে ও টবে ফলানো যায়। • মটর গাছের প্রতিটির জনুর আয়ুষ্কাল অল্প হওয়ায় খুব কম সময়ের মধ্যেই সংকরায়ণ পরীক্ষার ফল পাওয়া যায়। • মটর গাছ উভলিঙ্গ হওয়ায় সহজেই স্ব-পরাগায়ন ঘটে। • ফুলগুলো আকারে বড় হওয়ায় মটর গাছে খুব সহজেই পরপরাগায়নও ঘটানো সম্ভব হয়। • মটর গাছে সুস্পষ্ট তুলনামূলক বংশগতি বৈশিষ্ট্য দেখা যায়-এ জন্য মটর গাছে বহু প্রকরণ উপস্থিত। • সংকরায়ণের ফলে সৃষ্ট বংশধরগুলো উর্বর হয়। Ans: B.
33 / 50
33.
ব্লাড গ্রুপ AB তে প্লাজমায়-
EXPLANATION:
A ব্লাড গ্রুপবিশিষ্ট ব্যক্তির রক্তরসে কোন এন্টিবডি থাকে না।কিন্তু লোহিত রক্ত কনিকার ঝিল্লিতে এন্টিজেন A ও B থাকে।
34 / 50
34.
নিচের কোনটি সেক্স লিংকড (Sex- Linked) রোগ নয়?
EXPLANATION:
Ref: Az – 459
ব্যাখ্যা: অ্যানিমিয়া Sex linked রোগ নয়।
35 / 50
35.
লিথাল জিনের কারণে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম অনুপাত কত হয়?
EXPLANATION:
যেসব জিনের উপস্থিতিতে জীবের মৃত্যু ঘটে তাকে লিথাল জিন বা মারণ জিন বলে। • লিথাল জিনের কারণে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম অনুপাত 2:1 হয়।
36 / 50
36.
কোনটি ছারপোকার Male Sex Chromosome-এর প্রতীক?
EXPLANATION:
(ফড়িং, ছারপোকা প্রভৃতি পতঙ্গ ও Dioscorea শ্রেণির উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ): ফড়িং, ছারপোকা প্রভৃতি পতঙ্গে XX-XO পদ্ধতির লিঙ্গ নির্ধারণ হয়। এখানে স্ত্রী হোমোগ্যামেটিক অর্থাৎ XX সেক্স-ক্রোমোজোম বিশিষ্ট। কিন্তু পুরুষে Y ক্রোমোজোম অনুপস্থিত। স্ত্রীর ক্রোমোজোম 2A + XX এবং পুরুষের ক্রোমোজোম 2A + XO (Y না থাকায় ‘0’ শূন্য লেখা হয়)। স্ত্রী হোমোগ্যামেটিক, কাজেই সমস্ত ডিম্বাণু একই ধরনের (A + X)। কিন্তু পুরুষে দুধরনের গ্যামেট [(A + X) এবং (A + O)] উৎপন্ন হয়।
37 / 50
37.
কোন জিনের কারণে ফিনোটাইপিক অনুপাত 13:3 হয়?
EXPLANATION:
যখন একটি প্রকট জিন অন্য একটি নন-অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এ প্রক্রিয়াকে প্রকট এপিস্ট্যাসিস বলে। প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত 13:3। যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাঁধা প্রাপ্ত হয় তা হাইপোস্ট্যাটিক জিন এবং যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাঁধা দান করে তা এপিস্ট্যাটিক জিন।
39 / 50
39.
রক্তে Rh (রেসাস) এর উপস্থিত কী নির্ধারণ করে?
EXPLANATION:
Solve রক্তে Rh (রেসাস) ফ্যাক্টর-এর উপস্থিতি (+) নির্ধারণ করে। লোহিত রক্তকণিকায় Rh ফ্যাক্টর থাকে। লোহিত রক্তকণিকায় Rh ফ্যাক্টর থাকে না। • Rh ফ্যাক্টরের জন্য দায়ী জিন প্রকট এবং Rh প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে প্রকাশিত হয়।
40 / 50
40.
লিথাল জিনের ফলাফল কোনটি?
EXPLANATION:
লিখাল জিনের ফলাফলের অনুপাত 2:1। ফরাসি জিনতত্ত্ববিদ লুসিয়েন ক্যুয়েনো (1905) সর্বপ্রথম ইঁদুরের মধ্যে মারণ জিনের উপস্থিতি লক্ষ্য করেন। • লিথাল জিন এক প্রকার মিউট্যান্ট জিন (mutant gene) যা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে।
41 / 50
41.
উভচরের যুগ বলা হয় কোন পিরিয়ডকে?
EXPLANATION:
42 / 50
42.
কোন পিরিয়ডকে স্তন্যপায়ীর যুগ বলা হয়?
EXPLANATION:
43 / 50
43.
মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের ফেনোটাইপিক অনুপাত কত?
EXPLANATION:
44 / 50
44.
আধুনিক মানুষ ও সভ্যতার উদ্ভব হয় কোন পিরিয়ডে?
EXPLANATION:
45 / 50
45.
প্রজাতির উৎপত্তি ও বিবর্তনের প্রকৃতির ভূমিকা ব্যাখ্যা দেন কে?
EXPLANATION:
ডরউইন তাঁর মতবাদের দ্বারা বিবর্তনের কলাকৌশল ও প্রবাহকে তথ্যবহুল বাস্তব দৃষ্টিভঙ্গির দ্বারা প্রমাণ করতে সচেষ্ট হন। প্রাকৃতিক নির্বাচন মতবাদ প্রবর্তনের কৃতিত্ব অবশ্য ডারউইনের একার নয়। তাঁর সমসাময়িক প্রকৃতির বিজ্ঞানী অস্ট্রেলিয়ার আলফ্রেড রাসেল ওয়ালেস স্বতন্ত্রভাবে প্রায় একই সময়ে অনুরূপ মতবাদ উপস্থাপন করেন। এজন্য এ মতবাদটি ডারউইন-ওয়ালেসের প্রাকৃতিক মতবাদ নামেও পরিচিত।
46 / 50
46.
মেন্ডেল তাঁর মটরশুটি গবেষণায় কত জোড়া বাহ্যিক বিপরীতধর্মী বৈশিষ্ট্য মূল্যায়ন করেছিলেন।
EXPLANATION:
মেন্ডেল তাঁর মটরশুঁটি গবেষণায় ৭ জোড়া বাহ্যিক বিপরীত বৈশিষ্ট্য (প্রকট ও প্রচ্ছন্ন) মূল্যায়ন করেছিলেন। • প্রতিজোড়া জিনের একটি জিন অন্য জিনের উপর সম্পূর্ণ প্রকট (dominant) ছিল।
47 / 50
47.
নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়?
EXPLANATION:
48 / 50
48.
জীববিজ্ঞানের কোন শাখায় সাপ নিয়ে আলোচনা করা হয়?(Which branch of biology discusses snakes?
EXPLANATION:
49 / 50
49.
সমপ্রকটার ফিনোটাইপিক অনুপাত কত? (What is the phenotypic ratio of co-dominance)
EXPLANATION:
সমপ্রকটতার ক্ষেত্রে দুটি বিপরীতধর্মী প্রকট জিনের দুটি বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হয়। ■ সমপ্রকটতার ফলাফল ১: ২:১। কালো ও সাদা বর্ণের আন্দালুসিয়ান মোরগ-মোরগির ক্ষেত্রে সমপ্রকটতা লক্ষ্য করা যায়। উভয় অ্যালিলই স্বাধীন ও সর্বাত্মক প্রভাব ঘটায়।
50 / 50
50.
পিতা বর্ণান্ধ ও মাতা স্বাভাবিক হলে সন্তানেরা কেমন হবে ?
EXPLANATION:
RESULT
সবার রেজাল্ট একসাথে দেখার জন্য ‘Show’ এর পাশে ‘5’ ক্লিক করার পর ‘All’ এ ক্লিক করেন। ‼ এক্সাম SUBMIT করার পর, রেজাল্টে আপনার মেরিট দেখতে পেজটিকে একবার Reload করুন ।
DETAILS
আপনি যদি লগিন করে এক্সাম দেন, তাহলে আপনার দাগানো কোন MCQ সঠিক এবং ভুল ছিল, সব দেখতে পারবেন এখানে।
You must log in to see your results.
📚 Address Academy কর্তৃক সকল এক্সাম ব্যাচের বিস্তারিত
📌 কৃষি গুচ্ছ এক্সাম ব্যাচ (প্রিভিয়াস লিংক)
যারা সেকেন্ড টাইম কৃষি গুচ্ছ প্রিপারেশন নিচ্ছো, তারা চাইলে পূর্ববর্তী সকল এক্সাম দিতে পারবে।
Exam Links 👉
https://addresacademy.com/agri-free/
প্রশ্ন-উত্তর
❓ লিঙ্কে ক্লিক করলে: পূর্ণাঙ্গ রুটিন সহ এক্সাম লিংক গুলো পেয়ে যাবা ⬇
এরপর, ওয়েব সাইটে যাওয়ার পর, নির্দিষ্ট চ্যাপ্টার নামের উপর ক্লিক করলে এক্সাম লিংক পেয়ে যাবা।
রেজাল্ট : এক্সাম দেওয়ার সাথে সাথে দেখতে পারবা, এক্সাম সাবমিট করার পর, ওয়েব পেজটিকে একবার রিলোড করবা অথবা একই এক্সাম লিংকে আবার ক্লিক করবা। তাহলে তোমার রেজাল্ট মেরিট লিস্টে দেখতে পারবা।
❓ প্রশ্ন ১: প্রতিদিন কি আলাদা লিংক দেওয়া হবে?
উত্তর: প্রতিদিন আলাদা লিংক লাগবে না। এই পোস্টের একটি লিংকেই সব সময় কাজ করবে। এমনকি, রুটিন শেষ হয়ে যাওয়ার পরেও, নতুন রুটিন একই লিংকে এড হবে। প্রতিদিন রাত ৯টার পরে নতুন এক্সাম লিংকের জন্য এখানে আসতে পারো।
❓ প্রশ্ন ২: পূর্বে হয়ে যাওয়া সকল এক্সাম কি দিতে পারব?
উত্তর: অবশ্যই। ওয়েবসাইটে প্রিভিয়াস বাটনে ক্লিক করে এক মাস, দুই মাস বা তিন মাস আগের সকল এক্সাম দিতে পারবে।
❓ প্রশ্ন ৩: কোন প্রশ্ন ভুল থাকলে কি করব?
উত্তর: ভুল প্রশ্নের নিচে থাকা কমেন্ট আইকনে ক্লিক করে সঠিক উত্তর জানিয়ে দিতে পারবে। এরপর ওয়েবসাইট থেকে তাড়াতাড়ি এডিট করে দেওয়া হবে।