Report a question
13 / 50
13.
কোন যুগে মানুষের উদ্ভব হয়েছে?
EXPLANATION:
প্লিওসিন যুগের আর্বিভাব ঘটে আজ থেকে ২ কোটি বছর পূর্বে। Ans: D.
14 / 50
14.
নব্য-ডারউইনবাদের প্রধান প্রবক্তা কে?
EXPLANATION:
অগাস্ট ভাইজম্যান ও তার অনুসারীরা ডারউইনের মতবাদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে নতুন জ্ঞানের আলোকে সবল করে তোলেন যাকে বলা হয় নব্য ডারউইনবাদ। নব্য ডারউইনবাদে ভাইজম্যান ছাড়াও আরও ছিলেন হ্যাক্সলি, সোনসার, জর্ডান, গ্রে এবং হেকেল। Ans: A.
15 / 50
15.
লিথাল জিন কিভাবে কাজ করে?
EXPLANATION:
লিথাল জিন: • যেসব জিন বা অ্যালিলের কারণে জীবের মৃত্যু ঘটে তাকে লিথাল জিন বলে। • লিথাল জিন এক প্রকার মিউট্যান্ট জিন যা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। • প্রচ্ছন্ন লিথাল জিন সর্বদাই হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। • যেসব লিথাল জিনের প্রভাবে ৫০% এর বেশি জীব মারা যায় সেগুরোকে সেমিলিথাল জীন বলে। • যেসব লিথাল জিনের প্রভাবে ৫০% এর কম সংখ্যক জীব মারা যায় সেগুলোকে সাবভাইটাল জিন বলে। Ans: D.
16 / 50
16.
মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটরশুঁটির চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটি ছিল না?
EXPLANATION:
মেন্ডেলের গবেষণায় মটরশুঁটি গাছের সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য: বীজের আকার • বীজের রং • মটরশুঁটির আকার • কাঁচা মটরশুঁটির রং • ফুলের রং • ফুলের অবস্থান
17 / 50
17.
প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা কে?
EXPLANATION:
চার্লস রবার্ট ডারউইন (1809-1882) একজন ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী (naturalist) ছিলেন। 1859 সালে প্রকাশিত “Origin of Species by Means of Natural Selection” নামক গ্রন্থে তিনি অভিব্যক্তি সম্পর্কে তাঁর সুচিন্তিত ও জোরালো মতবাদ প্রকাশ করেন। এ মতবাদ প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ডারউইনিজম নামে পরিচিত। এ মতবাদের মাধ্যমে তিনি অভিব্যক্তির কলাকৌশল ও প্রবাহ সম্পর্কে বাস্তব তথ্যাবলী প্রকাশ করেন। এছাড়া তিনি উদ্ভিদ, প্রবাল, মানুষের উদ্ভব, আগ্নেয়গিরির ভূতাত্ত্বিক পর্যবেক্ষণমূলক গ্রন্থও প্রণয়ন করেন।
18 / 50
18.
O+ রক্তের গ্রুপধারী ব্যক্তি কাদেরকে রক্ত দিতে পারবেন.?
EXPLANATION:
19 / 50
19.
AB+ গ্রুপের রক্তদাতা কাদের কে রক্ত দিতে পারবেন?
EXPLANATION:
20 / 50
20.
লিথাল জিনের প্রভাবে কোনটি হয় না?
EXPLANATION:
লিথাল জিনের প্রভাবজনিত রোগ: হিমোফিলিয়া, ড্রাসোফিলার লুপ্তপ্রায় ডানা, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, ব্রাকিফ্যালাঞ্জি, কনজেনিটাল ইকথিওসিস।
21 / 50
21.
হিমোফিলিয়া রোগ কেন হয়?
EXPLANATION:
হিমোফিলিয়া রক্ততঞ্চন ঘটিত সেক্স লিংকড ডিসঅর্ডার, যা X- ক্রোমোজোমের একটি প্রচ্ছন্ন মিউট্যান জিন-এর কারণে হয়ে থাকে। Ans:A
22 / 50
22.
কোনটি জীবন্ত জীবাশ্ম নয়?
EXPLANATION:
জীবন্ত জীবাশ্ম: Platypus, Limulus, Sphenodon, Latimaria ইত্যাদি। • Archaeopteryx: একটি জীবাশ্ম যার আবির্ভাব জুরাসিক যুগে। এটি সরিসৃপ ও পাখি উভয় বৈশিষ্ট্যে সমন্বয় করে বলে সংযোগকারী যোগসূত্র বলা হয়ে থাকে। Ans: A.
23 / 50
23.
চার্লস ডারউইনের “Origin of species by means of natural selection” নামক গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
EXPLANATION:
চার্লস রবার্ট ডারউইন প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা। • ডারউইন প্যানজেনেসিস মতবাদের প্রবর্তন করেন। • ডারউইন মানুষের বিবর্তন ব্যাখ্যা করেন। • তার রচিত গ্রন্থ – Origin of Species by means of Natural Selection (1859) Ans: C.
24 / 50
24.
স্তন্যপায়ীর ডিম ও নটোকর্ড আবিষ্কার করেন যে বিজ্ঞানী-
EXPLANATION:
কার্ল আর্নস্ট ভন বেয়ার এর উল্লেখযোগ্য অবদান: ১। তুলনামূলক ভ্রূণবিদ্যার প্রতিষ্ঠা করেন। ২। স্তন্যপায়ীর ডিম ও নটোকর্ড আবিষ্কার করেন। ৩। পরিস্ফুটনকালে সৃষ্ট নিউরাল ভাঁজ আবিষ্কার মস্তিষ্কের পাঁচটি মূখ্য থলিকার বর্ণনা ও বহিঃভ্রূণীয় ঝিল্লির কাজের বিবরণ দেন। Ans: B.
25 / 50
25.
“প্রত্যেক ক্রোমোজোমের একটি নিজেস্ব সত্তা আছে”- উক্তিটি কোন বিজ্ঞানির?
EXPLANATION:
উইলিয়াম বেটসন ১৯০৫ খ্রিস্টাব্দে সর্বপ্রথম Genetics শব্দ প্রচলন করেন। • সাটন ও বোভেরি ক্রোমোজোম তত্ত্ব প্রদান করেন। • মেন্ডেল বংশগতি বিদ্যার জনক। Ans: B.
26 / 50
26.
Archaeopteryx কে কোন কোন শ্রেণীর যোগসূত্র বলা হয়?
EXPLANATION:
Archaeopteryx: এটি একটি জীবাশ্ম। আদি পাখির নাম আর্কিওপটেরিক্স। এদের কোনো সদস্য বর্তমানে জীবিত নেই। জুরাসিক যুগে এদের আবির্ভাব হয়েছিল। Archaeopteryx এর মধ্যে সরীসৃপ (Reptiles) ও পাখি (Aves) উভয় শ্রেণির কিছু বৈশিষ্ট্যের উপস্থিতির জন্য একে সংযোগকারী যোগসূত্র হিসেবে বিবেচনা করা হয়। Ans: C.
27 / 50
27.
কোন জিনের কারণে মোরগ-মুরগীর পালক সাদা বর্ণের হয়?
EXPLANATION:
এপিস্ট্যাসিস প্রক্রিয়ায় জিনের বৈশিষ্ট্য বাধাদানকারী জিনকে এপিস্ট্যাটিক জিন, আর বৈশিষ্ট্য প্রকাশে বাধাপ্রাপ্ত জিনকে হাইপোস্ট্যাটিক জিন বলে। সাদা লেগহর্ণ গোষ্ঠীর মোরগ-মুরগীতে রঙিন পালক সৃষ্টি ব্যাহত হয় এপিস্ট্যটিক জিনের (1) প্রভাবে। Ans: B.
28 / 50
28.
মেন্ডেল পরীক্ষার জন্য মটর গাছ কেন বেছে নিয়েছিলেন?
EXPLANATION:
পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেয়ার কারণ- • মটর গাছ একবর্ষজীবী হওয়ায় খুব সহজেই বাগানের জমিতে ও টবে ফলানো যায়। • মটর গাছের প্রতিটির জনুর আয়ুষ্কাল অল্প হওয়ায় খুব কম সময়ের মধ্যেই সংকরায়ণ পরীক্ষার ফল পাওয়া যায়। • মটর গাছ উভলিঙ্গ হওয়ায় সহজেই স্ব-পরাগায়ন ঘটে। • ফুলগুলো আকারে বড় হওয়ায় মটর গাছে খুব সহজেই পরপরাগায়নও ঘটানো সম্ভব হয়। • মটর গাছে সুস্পষ্ট তুলনামূলক বংশগতি বৈশিষ্ট্য দেখা যায়-এ জন্য মটর গাছে বহু প্রকরণ উপস্থিত। • সংকরায়ণের ফলে সৃষ্ট বংশধরগুলো উর্বর হয়। Ans: B.
29 / 50
29.
ব্লাড গ্রুপ AB তে প্লাজমায়-
EXPLANATION:
A ব্লাড গ্রুপবিশিষ্ট ব্যক্তির রক্তরসে কোন এন্টিবডি থাকে না।কিন্তু লোহিত রক্ত কনিকার ঝিল্লিতে এন্টিজেন A ও B থাকে।
30 / 50
30.
নিচের কোনটি সেক্স লিংকড (Sex- Linked) রোগ নয়?
EXPLANATION:
Ref: Az – 459
ব্যাখ্যা: অ্যানিমিয়া Sex linked রোগ নয়।
32 / 50
32.
রক্তে Rh (রেসাস) এর উপস্থিত কী নির্ধারণ করে?
EXPLANATION:
Solve রক্তে Rh (রেসাস) ফ্যাক্টর-এর উপস্থিতি (+) নির্ধারণ করে। লোহিত রক্তকণিকায় Rh ফ্যাক্টর থাকে। লোহিত রক্তকণিকায় Rh ফ্যাক্টর থাকে না। • Rh ফ্যাক্টরের জন্য দায়ী জিন প্রকট এবং Rh প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে প্রকাশিত হয়।
33 / 50
33.
কোন গ্রুপের রক্তে a ও b উভয়ই এন্টিবডি থাকে?
EXPLANATION:
O রক্তগ্রুপের ফিনোটাইপিক বৈশিষ্ট্য: লোহিত কণিকায় কোনো অ্যান্টিজেন থাকে না। • a ও b দুই প্রকার অ্যান্টিবডিযুক্ত। • A, B, AB, O ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারে। • ০ গ্রুপের রক্ত নিতে পারবে।
34 / 50
34.
Pangenesis মতবাদের প্রবক্তা কে?
EXPLANATION:
35 / 50
35.
মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের ফেনোটাইপিক অনুপাত কত?
EXPLANATION:
36 / 50
36.
A- গ্রুপের ব্যক্তি কোন গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবেন?
EXPLANATION:
37 / 50
37.
মাছের যুগ বলা হয় কোন পিরিয়ডকে?
EXPLANATION:
38 / 50
38.
O+ গ্রুপের ব্যাক্তি কোন গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবেন?
EXPLANATION:
39 / 50
39.
আধুনিক মানুষ ও সভ্যতার উদ্ভব হয় কোন পিরিয়ডে?
EXPLANATION:
40 / 50
40.
AB গ্রুপের ব্যাক্তি কোন গ্রুপের ব্যাক্তিদের রক্ত দিতে পারবেন?
EXPLANATION:
41 / 50
41.
সমপ্রকটার ফিনোটাইপিক অনুপাত কত? (What is the phenotypic ratio of co-dominance)
EXPLANATION:
সমপ্রকটতার ক্ষেত্রে দুটি বিপরীতধর্মী প্রকট জিনের দুটি বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হয়। ■ সমপ্রকটতার ফলাফল ১: ২:১। কালো ও সাদা বর্ণের আন্দালুসিয়ান মোরগ-মোরগির ক্ষেত্রে সমপ্রকটতা লক্ষ্য করা যায়। উভয় অ্যালিলই স্বাধীন ও সর্বাত্মক প্রভাব ঘটায়।
42 / 50
42.
জিন তত্ত্বের জন্য কোনটি সঠিক নয়?
EXPLANATION:
43 / 50
43.
নিম্নের কোনটি দ্বৈত-প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস অনুপাত?
EXPLANATION:
44 / 50
44.
লিথাল জীন সর্বপ্রথম বর্ণনা করেন নিম্নের কোন বিজ্ঞানী?
EXPLANATION:
46 / 50
46.
নিচের কোনটি সেক্সলিংকড ডিসঅর্ডার নয়?
EXPLANATION:
48 / 50
48.
হিমোফিলিয়া বি রোগে কোন ফ্যাক্টর এর ঘাটতি থাকে?
EXPLANATION:
49 / 50
49.
কোয়াগুলেশন ফ্যাক্টর কোনটির অভাবে হিমোফিলিয়া হয়?
EXPLANATION:
হিমোফিলিয়া একটি বংশগত রোগ। জিনগত বিভাজন বা মিউটেশনের মাধ্যমে এই রোগের উৎপত্তি হয়েছে। সাধারণত হিমোফিলিয়া রোগটিকে তিন ভাগে ভাগ করা যায়। এগুলো হলো হিমোফিলিয়া–এ, হিমোফিলিয়া–বি এবং হিমোফিলিয়া-সি। হিমোফিলিয়া–বি রোগকে ক্রিসমাস ডিজিসও বলা হয়। হিমোফিলিয়া আক্রান্ত রোগীদের মধ্যে শতকরা আশি ভাগ ক্ষেত্রে হিমোফিলিয়া–এ ধরা পড়ে। পাঁচ হাজার থেকে দশ হাজার ছেলে নবজাতকের মধ্যে একজন হিমোফিলিয়া–এ রোগে আক্রান্ত হয়।
রক্তে ক্লটিং ফ্যাক্টর-৮ (Clotting Factor VIII) এর অনুপস্থিতির কারণে এই রোগ দেখা দেয়। হিমোফিলিয়া–বি হিমোফিলিয়া–এ এর তুলনায় কম দেখা যায়। প্রতি বিশ হাজার থেকে চৌত্রিশ হাজার নবজাতক ছেলে শিশুর মাঝে একজন হিমোফিলিয়া–বি রোগে আক্রান্ত হয়। রক্তে ক্লটিং ফ্যাক্টর-৯ (Clotting Factor IX) এর অনুপস্থিতির কারণে হিমোফিলিয়া–বি দেখা দেয়। হিমোফিলিয়া–সি আগের দুটি থেকেও অপেক্ষাকৃত বেশি বিরল। প্রতি এক লক্ষে একজন লোকের এই রোগ ধরা পড়ে। পুরুষ ও নারী উভয়ই হিমোফিলিয়া–সি রোগে আক্রান্ত হতে পারে। রক্তে কোয়াগুলেশন ফ্যাক্টর -৯ (Coagulation Factor XI) এর অনুপস্থিতিতে এই রোগ হয়।
50 / 50
50.
কোনটি সেক্স লিংকড ডিসঅর্ডার নয়?
EXPLANATION:
সেক্স লিঙ্কড ডিসঅর্ডার : মানুষের যেসব জিন (X ও Y) নিয়ন্ত্রিত বংশগতির রোগ সেক্স ক্রোমোসোমের মাধ্যমে বংশ পরস্পরায় সঞ্চারিত হয় তাদের সেক্স লিঙ্কড ডিসঅর্ডার (sex linked disorder) বা লিঙ্গজড়িত অস্বাভাবিকতা বলে। বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে সেক্স লিংকড ইনহেরিট্যান্স বলে।
মানুষের কয়েকটি লিঙ্গজড়িত অস্বাভাবিকতা:
লিঙ্গজড়িত
লক্ষণ
১.
হিমোফিলিয়া
রক্ত তঞ্চন বিলম্বিত হয়, ফলে ক্ষতস্থান থেকে অবিরাম রক্ত ক্ষরিত হয়ে মৃত্যু পর্যন্ত ঘটে। পুরুষে দেখা যায়। রাশিয়ান সিজার রাজ বংশে এই রোগ ছিল।
২.
রাতকানা
রাতে কোন কিছু দেখতে পায় না।
৩.
ডুশিনি-মাসকুলার ডিস্ট্রফি
পেশী শক্ত হয়ে যায়, 10 বছর বয়সেই চলন ক্ষমতা হারিয়ে ফেলে, 20 বছরের মধ্যে মারা যায়।
৪.
ডায়াবেটিস ইনসিপিডাস
অস্বাভাবিক মূত্রত্যাগ, শারীরিক অক্ষমতা।
৫.
ফ্রাজাইল X সিনড্রম
অটিজম ও মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয়।
৬.
টেস্টিকুলার ফেমিনাইজেশন
পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়।
৭.
লাল-সবুজ বর্ণান্ধতা ( Colour blindness )
লাল ও সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। আমেরিকার 4% পুরুষ ও 0.5% মহিলাদে দেখা যায়।
৮.
হাইপারট্রাইকোসিস
সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি।
[Ref: ড. আলীম ( ৫ম সংস্করণ-২০১৮ ), পৃষ্ঠা: ৩৪৬ ]
RESULT
সবার রেজাল্ট একসাথে দেখার জন্য ‘Show’ এর পাশে ‘5’ ক্লিক করার পর ‘All’ এ ক্লিক করেন। ‼ এক্সাম SUBMIT করার পর, রেজাল্টে আপনার মেরিট দেখতে পেজটিকে একবার Reload করুন ।
DETAILS
আপনি যদি লগিন করে এক্সাম দেন, তাহলে আপনার দাগানো কোন MCQ সঠিক এবং ভুল ছিল, সব দেখতে পারবেন এখানে।
You must log in to see your results.
📚 Address Academy কর্তৃক সকল এক্সাম ব্যাচের বিস্তারিত
📌 কৃষি গুচ্ছ এক্সাম ব্যাচ (প্রিভিয়াস লিংক)
যারা সেকেন্ড টাইম কৃষি গুচ্ছ প্রিপারেশন নিচ্ছো, তারা চাইলে পূর্ববর্তী সকল এক্সাম দিতে পারবে।
Exam Links 👉
https://addresacademy.com/agri-free/
প্রশ্ন-উত্তর
❓ লিঙ্কে ক্লিক করলে: পূর্ণাঙ্গ রুটিন সহ এক্সাম লিংক গুলো পেয়ে যাবা ⬇
এরপর, ওয়েব সাইটে যাওয়ার পর, নির্দিষ্ট চ্যাপ্টার নামের উপর ক্লিক করলে এক্সাম লিংক পেয়ে যাবা।
রেজাল্ট : এক্সাম দেওয়ার সাথে সাথে দেখতে পারবা, এক্সাম সাবমিট করার পর, ওয়েব পেজটিকে একবার রিলোড করবা অথবা একই এক্সাম লিংকে আবার ক্লিক করবা। তাহলে তোমার রেজাল্ট মেরিট লিস্টে দেখতে পারবা।
❓ প্রশ্ন ১: প্রতিদিন কি আলাদা লিংক দেওয়া হবে?
উত্তর: প্রতিদিন আলাদা লিংক লাগবে না। এই পোস্টের একটি লিংকেই সব সময় কাজ করবে। এমনকি, রুটিন শেষ হয়ে যাওয়ার পরেও, নতুন রুটিন একই লিংকে এড হবে। প্রতিদিন রাত ৯টার পরে নতুন এক্সাম লিংকের জন্য এখানে আসতে পারো।
❓ প্রশ্ন ২: পূর্বে হয়ে যাওয়া সকল এক্সাম কি দিতে পারব?
উত্তর: অবশ্যই। ওয়েবসাইটে প্রিভিয়াস বাটনে ক্লিক করে এক মাস, দুই মাস বা তিন মাস আগের সকল এক্সাম দিতে পারবে।
❓ প্রশ্ন ৩: কোন প্রশ্ন ভুল থাকলে কি করব?
উত্তর: ভুল প্রশ্নের নিচে থাকা কমেন্ট আইকনে ক্লিক করে সঠিক উত্তর জানিয়ে দিতে পারবে। এরপর ওয়েবসাইট থেকে তাড়াতাড়ি এডিট করে দেওয়া হবে।