Report a question
6 / 50
6. লিঙ্গ বিজড়িত বৈশিষ্ট্য নয় কোনটি?
EXPLANATION:
সেক্স লিংক ডিসঅর্ডারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের নাম ও লক্ষণ:
বৈশিষ্ট্যের নাম
লক্ষণ
হিমোফিলিয়া (হিম হল হিমোগ্লোবিনের অংশ)
রক্ত জমাট বাধা বা তঞ্চনে অস্বাভাবিক বিলম্ব, ক্ষতস্থান থেকে অবিরাম রক্ত ক্ষরণ।
এক্টোডার্মাল ডিসপ্লেসিয়া
ঘামগ্রন্থি ও দাঁতের অনুপস্থিতি (ঘামগ্রন্থি এক প্রকার ত্বকীয় গ্রন্থি, দাঁতও এক্টোডার্মাল ভ্রূণস্তর থেকে উৎপত্তি লাভ করে)
স্প্যাজটিক প্যারাপেলাজিয়া
শরীরের নীচের দিকের অংশ আংশিক অবশ হয় ও অনিয়ত কাঠিন্য দেখা দেয়।
অপটিক অ্যাট্রফি
অপটিক স্নায়ুর ক্ষয়িষ্ণুতা
জুভেনাইল গ্লুকোমা
অক্ষিগোলকের কাঠিন্য
হোয়াইট ফোরলক
মাথার সামনে একগোছা সাদা চুল
মায়োপিয়া
দৃষ্টিক্ষীণতা
মাসকুলার ডিসট্রফি
মাসল বা পেশির জটিলতা, দশ বছর বয়সেই শিশুর চলন শক্তি লোপ পায়।
বর্ণান্ধতা : কোণ কোষ তিনটি রঙের প্রতি সংবেদনশীল= লাল, সবুজ ও বেগুনি (তিনটি মৌলিক রং :লাল, হলুদ, নীল” না, খেয়াল রাখা প্রয়োজন)।
সেক্স লিংকড যে কোন রোগের ক্ষেত্রে পুরুষের আক্রান্ত হবার সম্ভাবনা অনেক বেশি, কারণ একটি ত্রুটিযুক্ত X থাকলেই পুরুষ রোগে আক্রান্ত হয়।
লিঙ্গ বিজড়িত বৈশিষ্ট্যে অন্ধত্ব দেখা যায় না।
14 / 50
14.
বংশগত বৈশিষ্ট্যের আকষ্মিক ও স্থায়ী পরিবর্তন হচ্ছে-
EXPLANATION:
: প্রকট এপিস্ট্যাসিস: একটি প্রকট জিন অন্য একটি নন- অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাঁধা দেওয়ার প্রক্রিয়া। • সমপ্রকটতা: সংকর জীবে প্রকট ও প্রচ্ছন্ন দুটি জিনের বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হওয়া। • জিনের পরিপূরকতা: ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিন সম্মিলিতভাবে জীবের কোন চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করলে তাদের পরিপূরক জিন বলে। Ans : C.
15 / 50
15.
পুনরাবৃত্তি মতবাদের প্রবক্ত কে?
EXPLANATION:
16 / 50
16.
মানুষের X জিন নিয়ন্ত্রিত সেক্সলিঙ্কড অস্বাভাবিকতা নয় কোনটি?
EXPLANATION:
17 / 50
17.
ইন্টারমিডিয়েট জিন দায়ী কোনটির জন্য?
EXPLANATION:
একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে সংকরায়ণ ঘটালে যাদ F1 জনুতে প্রকট বৈশিষ্ট্য পূর্ণ প্রকাশে বাধা পায় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। এর জন্য দায়ী জিনগুলোকে ইন্টারমিডিয়েট জিন বলে।
18 / 50
18.
মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি?
EXPLANATION:
নিষ্ক্রিয় অঙ্গসমূহ: লোম, উপপল্লব, আক্কেল দাঁত, কানের পেশী, পুচ্ছাস্থি বা কক্কিক্স, অ্যাপেনডিক্স।
19 / 50
19.
যোগ্যতমের উর্দ্বতন মতবাদের প্রবক্তা কে?
EXPLANATION:
যোগ্যতমের উদ্বর্তন: জীবন সংগ্রামে যে জীব যোগ্য ও অনুকূল প্রকরণ গ্রহণ করতে সমর্থ হবে শুধু সেই প্রতিদ্বন্দ্বী জীবই জীবন সংগ্রামে টিকে থাকবে। পক্ষান্তরে- জীবন সংগ্রামে যে অযোগ্য যে নিশ্চিহ্ন হয়ে যাবে। Ans: B.
20 / 50
20.
মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটরশুঁটির চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটি ছিল না?
EXPLANATION:
মেন্ডেলের গবেষণায় মটরশুঁটি গাছের সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য: বীজের আকার • বীজের রং • মটরশুঁটির আকার • কাঁচা মটরশুঁটির রং • ফুলের রং • ফুলের অবস্থান
21 / 50
21.
প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা কে?
EXPLANATION:
চার্লস রবার্ট ডারউইন (1809-1882) একজন ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী (naturalist) ছিলেন। 1859 সালে প্রকাশিত “Origin of Species by Means of Natural Selection” নামক গ্রন্থে তিনি অভিব্যক্তি সম্পর্কে তাঁর সুচিন্তিত ও জোরালো মতবাদ প্রকাশ করেন। এ মতবাদ প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ডারউইনিজম নামে পরিচিত। এ মতবাদের মাধ্যমে তিনি অভিব্যক্তির কলাকৌশল ও প্রবাহ সম্পর্কে বাস্তব তথ্যাবলী প্রকাশ করেন। এছাড়া তিনি উদ্ভিদ, প্রবাল, মানুষের উদ্ভব, আগ্নেয়গিরির ভূতাত্ত্বিক পর্যবেক্ষণমূলক গ্রন্থও প্রণয়ন করেন।
22 / 50
22.
প্রকট এ্যপিস্টাটিস এর ফলে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত হবে.?
EXPLANATION:
23 / 50
23.
O+ রক্তের গ্রুপধারী ব্যক্তি কাদেরকে রক্ত দিতে পারবেন.?
EXPLANATION:
24 / 50
24.
নিচের কোনটি দ্বৈত-প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস অনুপাত-
EXPLANATION:
অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপিক অনুপাত = ১ : ২: ১ • সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত ১:২:১ • মারণ জিন বা লিথাল জিনের অনুপাত ২:১ A • পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত = ৯ : ৭ • প্রকট এপিস্ট্যাসিসের অনুপাত = ১৩: ৩ • দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস = ৯ : ৭ Ans: B.
25 / 50
25.
হিমোফিলিয়া রোগ কেন হয়?
EXPLANATION:
হিমোফিলিয়া রক্ততঞ্চন ঘটিত সেক্স লিংকড ডিসঅর্ডার, যা X- ক্রোমোজোমের একটি প্রচ্ছন্ন মিউট্যান জিন-এর কারণে হয়ে থাকে। Ans:A
26 / 50
26.
প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত হলো-
EXPLANATION:
অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপিক অনুপাত = ১: ২: ১ • সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত ১:২:১ • মারণ জিন বা লিথাল জিনের অনুপাত=২:১ • পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত ৯:৭ • প্রকট এপিস্ট্যাসিসের অনুপাত = ১৩: ৩ • দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস = ৯: ৭ D.
27 / 50
27.
কোন বিজ্ঞানী সর্বপ্রথম বিভিন্ন প্রাণীর মধ্যে ভ্রূণের সাদৃশ্য লক্ষ্য করেন?
EXPLANATION:
বিভিন্ন প্রাণীর মধ্যে ভ্রুণের সাদৃশ্য লক্ষ করে জার্মান বিজ্ঞানী কার্ল ভন বেয়ার বলেছেন যে, “ভ্রুণাবস্থায় একটি জীব তার আদি ইতিহাসকে সংক্ষিপ্তাকারে প্রকাশ করে থাকে। Ans: A.
28 / 50
28.
স্তন্যপায়ীর ডিম ও নটোকর্ড আবিষ্কার করেন যে বিজ্ঞানী-
EXPLANATION:
কার্ল আর্নস্ট ভন বেয়ার এর উল্লেখযোগ্য অবদান: ১। তুলনামূলক ভ্রূণবিদ্যার প্রতিষ্ঠা করেন। ২। স্তন্যপায়ীর ডিম ও নটোকর্ড আবিষ্কার করেন। ৩। পরিস্ফুটনকালে সৃষ্ট নিউরাল ভাঁজ আবিষ্কার মস্তিষ্কের পাঁচটি মূখ্য থলিকার বর্ণনা ও বহিঃভ্রূণীয় ঝিল্লির কাজের বিবরণ দেন। Ans: B.
29 / 50
29.
নিচের কোনটি সেক্স-লিঙ্কড জিনের উদাহরণ নয়?
EXPLANATION:
30 / 50
30.
“প্রত্যেক ক্রোমোজোমের একটি নিজেস্ব সত্তা আছে”- উক্তিটি কোন বিজ্ঞানির?
EXPLANATION:
উইলিয়াম বেটসন ১৯০৫ খ্রিস্টাব্দে সর্বপ্রথম Genetics শব্দ প্রচলন করেন। • সাটন ও বোভেরি ক্রোমোজোম তত্ত্ব প্রদান করেন। • মেন্ডেল বংশগতি বিদ্যার জনক। Ans: B.
31 / 50
31.
মেন্ডেল পরীক্ষার জন্য মটর গাছ কেন বেছে নিয়েছিলেন?
EXPLANATION:
পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেয়ার কারণ- • মটর গাছ একবর্ষজীবী হওয়ায় খুব সহজেই বাগানের জমিতে ও টবে ফলানো যায়। • মটর গাছের প্রতিটির জনুর আয়ুষ্কাল অল্প হওয়ায় খুব কম সময়ের মধ্যেই সংকরায়ণ পরীক্ষার ফল পাওয়া যায়। • মটর গাছ উভলিঙ্গ হওয়ায় সহজেই স্ব-পরাগায়ন ঘটে। • ফুলগুলো আকারে বড় হওয়ায় মটর গাছে খুব সহজেই পরপরাগায়নও ঘটানো সম্ভব হয়। • মটর গাছে সুস্পষ্ট তুলনামূলক বংশগতি বৈশিষ্ট্য দেখা যায়-এ জন্য মটর গাছে বহু প্রকরণ উপস্থিত। • সংকরায়ণের ফলে সৃষ্ট বংশধরগুলো উর্বর হয়। Ans: B.
32 / 50
32.
মানবদেহের কোষে কতটি sex chromosome থাকে?
EXPLANATION:
মানুষের ক্রোমোসোম সংখ্যা ২৩ জোড়া বা ৪৬ টি, এর মধ্যে ২ টি সেক্স ক্রোমোসোম থাকে।
33 / 50
33.
কোন জিনের কারণে ফিনোটাইপিক অনুপাত 13:3 হয়?
EXPLANATION:
যখন একটি প্রকট জিন অন্য একটি নন-অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এ প্রক্রিয়াকে প্রকট এপিস্ট্যাসিস বলে। প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত 13:3। যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাঁধা প্রাপ্ত হয় তা হাইপোস্ট্যাটিক জিন এবং যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাঁধা দান করে তা এপিস্ট্যাটিক জিন।
34 / 50
34.
রক্তে Rh (রেসাস) এর উপস্থিত কী নির্ধারণ করে?
EXPLANATION:
Solve রক্তে Rh (রেসাস) ফ্যাক্টর-এর উপস্থিতি (+) নির্ধারণ করে। লোহিত রক্তকণিকায় Rh ফ্যাক্টর থাকে। লোহিত রক্তকণিকায় Rh ফ্যাক্টর থাকে না। • Rh ফ্যাক্টরের জন্য দায়ী জিন প্রকট এবং Rh প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে প্রকাশিত হয়।
35 / 50
35.
কোন গ্রুপের রক্তে a ও b উভয়ই এন্টিবডি থাকে?
EXPLANATION:
O রক্তগ্রুপের ফিনোটাইপিক বৈশিষ্ট্য: লোহিত কণিকায় কোনো অ্যান্টিজেন থাকে না। • a ও b দুই প্রকার অ্যান্টিবডিযুক্ত। • A, B, AB, O ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারে। • ০ গ্রুপের রক্ত নিতে পারবে।
36 / 50
36.
সরীসৃপ এর যুগ বলা হয় কোন পিরিয়ডকে?
EXPLANATION:
37 / 50
37.
কোনো জীবের প্রকাশিত বৈশিষ্ট্যকে কী বলে?
EXPLANATION:
জিনতত্ত্বে ব্যবহৃত শব্দাবলি: • জিনোটাইপ: কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে জিনোটাইপ বলে। • ফিনোটাইপ: জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে। • প্রকট বৈশিষ্ট্য: হেটারোজাইগাস জীবের যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। • প্রচ্ছন্ন বৈশিষ্ট্য: হেটারোজাইগাস জীবের যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় না তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে।
38 / 50
38.
O+ গ্রুপের ব্যাক্তি কোন গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবেন?
EXPLANATION:
39 / 50
39.
পতংগের উদ্ভব হয় কোন পিরিয়ডে?
EXPLANATION:
40 / 50
40.
অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপিক অনুপাত-
EXPLANATION:
অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপিক অনুপাত হবে ১: ২: ১। সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত হবে ১:২:১। • মারণ বা লিথাল জিনের অনুপাত ২: ১।
41 / 50
41.
সরীসৃপের যুগ কোন ইরাকে বলা হয়?
EXPLANATION:
Mesozoic Era-কে সরীসৃপদের সুবর্ণ যুগ বলা হয়। • এ শ্রেণির সদস্যরাই মেরুদন্ডীদের মধ্যে প্রথম পূর্ণ বিকশিত স্থলবাসী চতুষ্পদী প্রাণী।
42 / 50
42.
নিম্নের কোনটি দ্বৈত-প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস অনুপাত?
EXPLANATION:
43 / 50
43.
নিচের কোনটি সেক্সলিংড অসুখ নয়?
EXPLANATION:
44 / 50
44.
জীবের বাহ্যিক লক্ষণকে নিম্নের কোনটি বলা হয়?
EXPLANATION:
46 / 50
46.
যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধাপ্রাপ্ত হয়, তাকে বলে-
EXPLANATION:
47 / 50
47.
হেমোলোগাস ক্রোমোসোমের একটি লোকাসে দুটি জিনের একত্রে থাকাকে কি বলে?
EXPLANATION:
48 / 50
48.
ফিলোসফিক গ্রন্থের রচয়িতা কে?
EXPLANATION:
49 / 50
49.
কনে হিমোফিলিয়া বাহক, বর সুস্থ, এদের সন্তানদের ক্ষেত্রে কোনটি মিথ্যা?
EXPLANATION:
50 / 50
50.
মানুষের সংখ্যা কোন রক্ত গ্রুপে সবচেয়ে বেশী?
EXPLANATION:
সবচেয়ে কমঃ AB (পৃথিবীর শতকরা ৮% মানুষ)
সবচেয়ে বেশিঃ O (পৃথিবীর শতকরা ৩৭% মানুষ)
RESULT
সবার রেজাল্ট একসাথে দেখার জন্য ‘Show’ এর পাশে ‘5’ ক্লিক করার পর ‘All’ এ ক্লিক করেন। ‼ এক্সাম SUBMIT করার পর, রেজাল্টে আপনার মেরিট দেখতে পেজটিকে একবার Reload করুন ।
DETAILS
আপনি যদি লগিন করে এক্সাম দেন, তাহলে আপনার দাগানো কোন MCQ সঠিক এবং ভুল ছিল, সব দেখতে পারবেন এখানে।
You must log in to see your results.