Comprehensive question analysis for Class 9-10
51. শিং ও মাগুর মাছ চাষের সুবিধা হলো এরা— i. প্রতিকূল পরিবেশে বেঁচে থাকে ii. বৃষ্টির সময় পাড়ে উঠে যায় নাiii. বাজারে প্রচুর চাহিদা আছে নিচের কোনটি সঠিক?
শিং ও মাগুর মাছ চাষের সুবিধা হলো এরা—
i. প্রতিকূল পরিবেশে বেঁচে থাকে
ii. বৃষ্টির সময় পাড়ে উঠে যায় না
iii. বাজারে প্রচুর চাহিদা আছে
নিচের কোনটি সঠিক?
[Class 9-10]
52. অর্ধ-আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে -i. হাঁস সাঁতার কাটার সুযোগ পায় না। ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. দৈহিক বৃদ্ধি স্বাভাবিক থাকে নিচের কোনটি সঠিক?
অর্ধ-আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে -
i. হাঁস সাঁতার কাটার সুযোগ পায় না।
ii. খাদ্য গ্রহণ সমভাবে হয়
iii. দৈহিক বৃদ্ধি স্বাভাবিক থাকে
53. কোনটি ব্যতীত আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব নয়?
কোনটি ব্যতীত আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব নয়?
54. মাসকলাই এর জাত হচ্ছে— i. পাথ ii. শরৎiii. রাই নিচের কোনটি সঠিক?
মাসকলাই এর জাত হচ্ছে—
i. পাথ
ii. শরৎ
iii. রাই
55. এক জোট হয়ে একই উদ্দেশ্যে কোনো কাজ করাকে কী বলে?
এক জোট হয়ে একই উদ্দেশ্যে কোনো কাজ করাকে কী বলে?
56. উপকূলীয় বাঁধের যেখানে গাছ লাগানো হয় সেখানকার স্থান কেমন হয়?
উপকূলীয় বাঁধের যেখানে গাছ লাগানো হয় সেখানকার স্থান কেমন হয়?
57. জীবন্ত গাছের বেড়া দেওয়ার ক্ষেত্রে কোন গাছটি ব্যবহৃত হয়?
জীবন্ত গাছের বেড়া দেওয়ার ক্ষেত্রে কোন গাছটি ব্যবহৃত হয়?
58. বাণিজ্যিক পর অর্থায়নের কোন জাতীয় উৎস ?
বাণিজ্যিক পর অর্থায়নের কোন জাতীয় উৎস ?
59. পৌরনীতি রাজনৈতিক দলের গঠন ও কার্যাবলি আলোচনা করে। এটি পৌরনীতির কোন বিষয়টি অন্তর্ভুক্ত?
পৌরনীতি রাজনৈতিক দলের গঠন ও কার্যাবলি আলোচনা করে। এটি পৌরনীতির কোন বিষয়টি অন্তর্ভুক্ত?
60. উৎস নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ কয়টি?
উৎস নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ কয়টি?
61. কোনটি বিনিয়োগকারীদের নিকট তরল সম্পদ হিসেবে সমাদৃত?
কোনটি বিনিয়োগকারীদের নিকট তরল সম্পদ হিসেবে সমাদৃত?
62. নাগরিকতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশে কোন নীতি অনুসরণ করা হয়?
নাগরিকতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশে কোন নীতি অনুসরণ করা হয়?
63. হৃদয় কামাল কুরুলিয়া গ্রুপে ৫০,০০,০০০ টাকা তিন বছর আগে বিনিয়োগ করেছিলেন এবং তিন বছরই যথাক্রমে ৫%, ১২% ও ১৭% করে মুনাফা পেয়েছে। এখানে হৃদয় কামালের বিনিয়োগের বৈশিষ্ট্য কোনটি?
হৃদয় কামাল কুরুলিয়া গ্রুপে ৫০,০০,০০০ টাকা তিন বছর আগে বিনিয়োগ করেছিলেন এবং তিন বছরই যথাক্রমে ৫%, ১২% ও ১৭% করে মুনাফা পেয়েছে। এখানে হৃদয় কামালের বিনিয়োগের বৈশিষ্ট্য কোনটি?
64. নাগরিকরা কিসের জন্য অর্থনৈতিক অধিকার ভোগ করে?
নাগরিকরা কিসের জন্য অর্থনৈতিক অধিকার ভোগ করে?
65. উদ্দীপকে আজাদ সাহেবের পদমর্যাদা কী?
উদ্দীপকে আজাদ সাহেবের পদমর্যাদা কী?
66. মূলধনি খরচ অপেক্ষা কম লাভসম্পন্ন প্রকল্পে বিনিয়োগ করার ফলাফল কী?
মূলধনি খরচ অপেক্ষা কম লাভসম্পন্ন প্রকল্পে বিনিয়োগ করার ফলাফল কী?
67. রাষ্ট্রপতি দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারবেন না কোন কারণে?
রাষ্ট্রপতি দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারবেন না কোন কারণে?
68. সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কয়টি?
সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কয়টি?
69. প্রত্যয়নকারী ব্যাংক কাকে নিশ্চয়তা প্রদান করবে?
প্রত্যয়নকারী ব্যাংক কাকে নিশ্চয়তা প্রদান করবে?
70. জনাব সাহেব আলীর ব্যর্থতার কারণে জনতা ব্যাংক তার পাওনা উদ্ধার করতে পারে-i. বন্ধকি সম্পত্তি ক্রোকের মাধ্যমেii. কেন্দ্রীয় ব্যাংক হতে অনুদান প্রাপ্তির মাধ্যমেiii. বন্ধকি সম্পত্তি বিক্রির মাধ্যমেনিচের কোনটি সঠিক?
জনাব সাহেব আলীর ব্যর্থতার কারণে জনতা ব্যাংক তার পাওনা উদ্ধার করতে পারে-i. বন্ধকি সম্পত্তি ক্রোকের মাধ্যমেii. কেন্দ্রীয় ব্যাংক হতে অনুদান প্রাপ্তির মাধ্যমেiii. বন্ধকি সম্পত্তি বিক্রির মাধ্যমেনিচের কোনটি সঠিক?
71. কেন্দ্রীয় ব্যাংকের সাথে সরকারের সম্পর্ক কেমন হবে তা কিসের ওপর নির্ভর করে?
কেন্দ্রীয় ব্যাংকের সাথে সরকারের সম্পর্ক কেমন হবে তা কিসের ওপর নির্ভর করে?
72. শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করাকে কী বলে?
শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করাকে কী বলে?
73. উন্নত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে উদ্যোগক্তারা কী ধরনের ভূমিকা পালন করে?
উন্নত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে উদ্যোগক্তারা কী ধরনের ভূমিকা পালন করে?
74. বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জনস্বার্থবিরোধী সামরিক সরকারকে হটিয়ে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করে-
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জনস্বার্থবিরোধী সামরিক সরকারকে হটিয়ে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করে-
75. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন ২০১০ অনুযায়ী বাংলাদেশের মোট কর্মহীন লোকের সংখ্যা কত?
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন ২০১০ অনুযায়ী বাংলাদেশের মোট কর্মহীন লোকের সংখ্যা কত?