এড্রেস একাডেমি
Home Home
Profile Profile
Login Login
Register Register

অফারে মাত্র ১৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

72 km/hr বেগে চলমান একটি গাড়ির চালক 40.5m দূরে একটি শিশুকে রাস্তার উপর দেখতে পেলেন। সাথে সাথে ব্রেক করায় গাড়িটি শিশুটির 50cm সামনে এসে থেমে গেল। গাড়িটি থামাতে কত সময় লাগল এবং কত বল প্রয়ােগ করতে হলাে?

A. 2s, 5x104N

B. 23, 4x103N

C. 4s, 5x103N

D. 5s, 3x103N

E. 1.5s, 6x103N

SUST12-13নিউটনের গতিসূত্র ও প্রসঙ্গ কাঠামোপদার্থবিজ্ঞান প্রথম পত্রগতিবিদ্যাUnit-B

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: \(\text{Hints: } v^2 = u^2 - 2as, \, \text{পরে } u = at \, \text{এবং } F = ma\) \(\text{Solve: এখানে, আদিবেগ } u = 72 \, \text{km/hr} = \frac{72 \times 1000}{3600} \, \text{m/s} = 20 \, \text{ms}^{-1}\) \(\text{সরণ, } s = (40.5 - 0.5) \, \text{m} = 40 \, \text{m}; \, \text{শেষবেগ, } v = 0\) \(\text{আমরা জানি, } v^2 = u^2 - 2as \implies 0 = u^2 - 2as \implies a = \frac{u^2}{2s} \implies a = \frac{(20)^2}{2 \times 40} \implies a = 5 \, \text{ms}^{-2}\) \(\text{গাড়ি থামাতে সময়, } v = u - at \implies 0 = 20 - 5t \implies t = \frac{u}{a} = \frac{20}{5} = 4 \, \text{sec}\) \(\text{প্রয়োজনীয় বল, } F = ma = 1000 \times 5 = 5000 \, \text{N} = 5 \times 10^3 \, \text{N}\) \(\text{Ans. (C)}\)