অফারে মাত্র ১৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

1m দীর্ঘ একটি স্প্রিং এর একটি বস্তু ঝুলিয়ে ছেড়ে দেওয়ার পরে এটি সেকেন্ডে একবার পূর্ণদোলন দেয়। দোলন ছেড়ে দেবার পরে স্প্রিংটি কত দৈর্ঘ্যে প্রসারিত হয়ে থাকবে? [g=10 ms-2]

A. 1.1m

B. 1.2m

C. 1.25m

D. 1.5m

E. 1.52m

SUST11-12স্প্রিং এর দোলনপদার্থবিজ্ঞান প্রথম পত্রপর্যাবৃত্তিক গতিUnit-B

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: \(\text{Hints: } T = 2\pi\sqrt{\frac{L}{g}}\) \(\text{Solve: } T = 2\pi\sqrt{\frac{L}{g}} \implies T^2 = 4\pi^2 \times \frac{L}{g} \, [L = \text{দৈর্ঘ্য প্রসারণ}]\) \(\implies L = \frac{T^2g}{4\pi^2} = \frac{(1)^2 \times 10}{4 \times (\pi)^2} = 0.25\, \text{m}\) \(\text{মোট দৈর্ঘ্য } = 1 + 0.25 = 1.25\) \(\text{Ans. (C)}\)