অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

1kg ওজনের একটি গোলক 1m/s বেগে গড়িয়ে যাচ্ছে। বিপরীত দিক থেকে 1000 m/s বেগে ধাবমান 1gm ওজনের একটি বুলেট গোলকটিকে বিদ্ধ করলে বুলেট বিদ্ধ গোলকটির গতি কত?

A. -1 m/s

B. -0.5 m/s

C. -0.25 m/s

D. 0 m/s

E. 0.5 m/s

SUST11-12সংঘর্ষপদার্থবিজ্ঞান প্রথম পত্রনিউটনিয়ান বলবিদ্যাUnit-B

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: \(\text{Hints: } m_1u_1 + m_2u_2 = (m_1 + m_2)v\) \(\text{Solve: } m_1u_1 + m_2u_2 = (m_1 + m_2)v \implies v = \frac{m_1u_1 + m_2u_2}{m_1 + m_2}\) \(\implies v = \frac{1 + 10^{-3}(-1000)}{1 + 10^{-3}} = 0 \, \text{m/s} \, [\text{বুলেটের বেগ বিপরীতমুখী, } u_2 = -1000]\) \(\text{Ans. (D)}\)