অফারে মাত্র ১৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

একটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 এবং বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর 0.5mm দৈর্ঘ্য অতিক্রম করে। স্ক্রু গজটির লঘিষ্ট গণন কত mm?

A. 0.001

B. 0.01

C. 0.05

D. 0.1

SUST10-11ভার্নিয়ার স্কেল, স্ক্রু-গজ, স্পেরোমিটারপদার্থবিজ্ঞান প্রথম পত্রভৌত জগৎ ও পরিমাপUnit-B

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: \(\text{Hints: } \text{লঘিষ্ঠ গুণন} = \frac{\text{পিচ}}{\text{বৃত্তাকার ক্ষেত্রের ভাগসংখ্যা}}\) \(\text{Solve: লঘিষ্ঠ গুণন} = \frac{\text{পিচ}}{\text{বৃত্তাকার ক্ষেত্রের ভাগসংখ্যা}} = \frac{0.5}{50} \, \text{mm} = 0.01 \, \text{mm}\) \(\text{Ans. (B)}\)