অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

একটি গাড়ি 50 m/s বেগে ছুটে যাওয়ার সময় একজন পুলিশ সার্জেন্ট স্থিরাবস্থা থেকে 1/3 ms-2 ত্বরণে তাকে ধরার জন্য ধাওয়া করল। পুলিশ সার্জেন্ট কত দূরে গিয়ে ধাবমান গাড়িটিকে ধরতে পারবে?

A. 3 Km

B. 5 Km

C. 10 Km

D. 15 Km

SUST09-10বলের ধারণা, প্রকারভেদ ও নিউটনের গতিসূত্রপদার্থবিজ্ঞান প্রথম পত্রনিউটনিয়ান বলবিদ্যা

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: \(\text{Hints: } s_1 = s_2 \, \text{এবং } t_1 = t_2\) \(\text{Solve: ধরি, গাড়ির অতীতকৃত দূরত্ব } s_1 \, \text{এবং পুলিশের } s_2\) \(\implies s_1 = ut = 50t \, \text{এবং } s_2 = \frac{1}{2} at^2 = \frac{1}{6}t^2\) \(\text{পুলিশ গাড়িটিকে ধরতে হলে, দূরত্ব সমান দূরত্ব থাকতে হবে।}\) \(\therefore s_1 = s_2 \implies 50t = \frac{1}{6}t^2 \implies t = 300 \, \text{sec}\) \(\therefore \text{অতিক্রান্ত দূরত্ব, } s = 300 \times 50 = 15 \, \text{km}\) \(\text{Ans. (D)}\)