অফারে মাত্র ১৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. পানির স্ফুটনাঙ্ক 100°C হতে বৃদ্ধি পায়
B. পানির স্ফুটনাঙ্ক 100°C হতে কমে পায়
C. পানির পরমাণুর Structure পরিবর্তন হয়
D. পানি H2 ও O2 এ ভাগ হয়ে যায়
Explanation: \(\text{Hints: } \text{চাপ বাড়ালে ফুটন্তাংক বৃদ্ধি পায়।}\) \(\text{Solve: চাপের বৃদ্ধি করলে চাপ বাড়ানো হয়। চাপ বাড়ালে পানির ফুটন্তাংক বৃদ্ধি পায়।}\) \(\text{Ans. (A)}\) \(\text{ব্যাখ্যা: চাপ বৃদ্ধির সাথে পানির ফুটন্তাংক বৃদ্ধি। ১০০°C তাপমাত্রায় পানির ফুটন্তাংক শুরু হয়, কিন্তু চাপ বাড়ালে ফুটন্তাংক ১৯০°C পর্যন্ত পৌঁছায়। চাপ বৃদ্ধির কারণে পানির অণুগুলোর মধ্যবর্তী ফাঁকা স্থান সংকুচিত হয় এবং ফুটন্তাংক বৃদ্ধি পায়।}\)