অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

একটি তরলের ফোঁটা ভেঙ্গে 125 টি ফোঁটা তৈরী করতে কত শক্তির দরকার?

A. 16π

B. 17πT

C. 16πT

D. 16πT2

SUST08-09স্থিতিস্থাপক শক্তি ও স্প্রিংপদার্থবিজ্ঞান প্রথম পত্রপদার্থের গাঠনিক ধর্মUnit-BSet-1

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: \(\text{Hints: } W = E \Delta A\) \(\text{Solve: ধরি, বড় ফোঁটার ব্যাসার্ধ, } R = 1 \, \text{m}\) \(\text{প্রমাণত, } 125 \times \frac{4}{3}\pi r^3 = \frac{4}{3}\pi R^3 \implies (5r)^3 = R^3\) \(\implies 5r = R \implies r = \frac{R}{5} = \frac{1}{5} = 0.2\) \(\implies W = 4\pi (Nr^2 - R^2) \times T = 16\pi T\) \(\text{Ans. (C)}\)