অফারে মাত্র ২৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ
B. নিউটনের তৃতীয় সূত্র অনুসারে ভরবেগের নিত্যতার সূত্র প্রমাণ করা যায়
C. দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রমাণ করা যায়
D. নিউটনের প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র প্রমাণ করা যায়
Explanation: D. নিউটনের প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র প্রমাণ করা যায় - সঠিক নয়, কারণ দ্বিতীয় সূত্র একটি স্বাধীন সূত্র। অন্যান্য বিকল্প সঠিক কারণ সেগুলি যথাযথ শারীরিক সূত্রগুলো ব্যাখ্যা করে। নোট: নিউটনের সূত্র একে অপরের পরিপূরক হলেও প্রত্যেকটি আলাদাভাবে সঠিক।