অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

25N বল কোন স্প্রিংকে টেনে 10cm বৃদ্ধি করে। স্প্রিংটিকে 6cm প্রসারিত করতে হলে কৃতকাজের পরিমাণ-

A. 0.90J

B. 0.45erg

C. 90erg

D. 0.45J

SUST07-08স্প্রিং বিষয়কপদার্থবিজ্ঞান প্রথম পত্রকাজ, শক্তি ও ক্ষমতাUnit-BSet-1

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: \(\text{Hints: } F = kx, \, W = \frac{1}{2}kx^2\) \(\text{Solve: আমরা জানি, } F = kx \implies k = \frac{F}{x} = \frac{25}{10} = 2.5 \, \text{Ncm}^{-1}\) \[ W = \frac{1}{2}kx^2 = \frac{1}{2} \times 2.5 \times (6)^2 = 45 \, \text{Ncm} \, \text{[কাজ = বল × সরণ; J = Nm]} \] \[ W = 45 \times 10^{-2} \, \text{Nm} = 0.45 \, \text{J} \] \(\text{Ans. (D)}\) \(\text{ব্যাখ্যা: একটি স্প্রিং যখন টেনে লম্বা করা হয়, তখন সব অংশের দৈর্ঘ্য সমানভাবে বৃদ্ধি পায় না।}\)