অফারে মাত্র ১৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. আড় তরঙ্গ
B. লম্বিক তরঙ্গ
C. আড় ও লম্বিক তরঙ্গের মিশ্রণ
D. কোনটিই নয়
Explanation: \(\text{Hints: ভূ-গর্ত সংকোচন প্রসারণের জন্য ভূমিক্ষেপ সৃষ্টি হয়।}\) \(\text{Solve: ভূমিক্ষেপের ফলে ভূগর্তের বিভিন্ন বস্ত্র সংকোচিত অথবা প্রসারিত হয়। এর ফলে লম্কিক তরঙ্গ সৃষ্টি হয়।}\) \(\text{Ans. (B)}\) \(\text{ব্যাখ্যা: ভূমিক্ষেপ মূলত ম্যান্টল আয়ন সংক্রান্ত সংকোচনের ফলে সৃষ্টি ফাঁকা স্থান থেকে মাটি পড়ে যাওয়ার কারণে হয়। এটি লম্কিক তরঙ্গ তৈরি করে।}\)