অফারে মাত্র ১৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. 4.94N
B. 3.94 N
C. 2.94 N
D. 1.94 N
Explanation: Hints: \(\mu_k = \frac{F_k}{R} = \frac{F_k}{mg}\) Solve: \(\mu_k = \frac{F_k}{R} = \frac{F_k}{mg} \implies F_k = \mu_k \times mg = 0.1 \times 3 \times 9.8 = 2.94\) Ans. (C) ব্যাখ্যা: একটি বস্তু যদি কোন তলের সাপেক্ষে গতিশীল থাকে তাহলে গতীয় ঘর্ষণ বলকে অভিলম্ব প্রতিক্রিয়া দ্বারা ভাগ করলে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক পাওয়া যাবে। ঘর্ষণ গুণাঙ্কটি হবে ওই বস্তু এবং তলের সাপেক্ষে। ধরি, কোন বস্তুর একটি তলের সাপেক্ষে একটি বস্তু গতিশীল রয়েছে। তখন, গতীয় ঘর্ষণ বল বস্তুর গতির বিপরীতে ক্রিয়া করবে। এই বলের মান \(F_k\) এবং অভিলম্ব প্রতিক্রিয়া \(R\) হলে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, \(\mu_k = \frac{F_k}{R}\)