এড্রেস একাডেমি
Home Home
Profile Profile
Login Login
Register Register

অফারে মাত্র ১৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

নিচের ছবিতে কোন অংশ সমত্বরণ প্রদর্শন করছে?

A. A

B. B

C. C

D. D

SUST06-07গ্রাফ বিষয়কপদার্থবিজ্ঞান প্রথম পত্রগতিবিদ্যা Unit-BSet-3

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Hints: সমঅভিকর্ষ কেন্দ্রে সরণ ও সময়ের মধ্যে সম্পর্ক, \( s \propto t^2 \) Solve: \( A \) অংশ সমঅভিকর্ষ প্রদর্শন করে। Ans. (A) ব্যাখ্যা: \( S = ut + \frac{1}{2}at^2 \implies s = \frac{1}{2}at^2 \) [স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে তাই বলা যায় আদিবেগ ছিল না। অর্থাৎ \( u = 0 \)] \( s \propto t^2 \) [\( a \) সমঅভিকর্ষ বলে \( \frac{1}{2}a \) ধ্রুবক] \( s \propto t^2 \) গ্রাফ \( A \) অংশ দ্বারা প্রদর্শিত হয়েছে। অন্যভাবে বললে, \( B \) অংশে অবস্থানের কোনো পরিবর্তন নেই, তাই ত্বরণ থাকার প্রশ্নই আসে না। আর \( C \) ও \( D \) অংশে সময়ের সাথে অবস্থার পরিবর্তন একরকম অর্থাৎ বেগ সমান বা সমত্বরণ। তাই বলা যায় \( B, C \) ও \( D \) অংশে ত্বরণ নেই।