অফারে মাত্র ১৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. A
B. B
C. C
D. D
Explanation: Hints: সমঅভিকর্ষ কেন্দ্রে সরণ ও সময়ের মধ্যে সম্পর্ক, \( s \propto t^2 \) Solve: \( A \) অংশ সমঅভিকর্ষ প্রদর্শন করে। Ans. (A) ব্যাখ্যা: \( S = ut + \frac{1}{2}at^2 \implies s = \frac{1}{2}at^2 \) [স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে তাই বলা যায় আদিবেগ ছিল না। অর্থাৎ \( u = 0 \)] \( s \propto t^2 \) [\( a \) সমঅভিকর্ষ বলে \( \frac{1}{2}a \) ধ্রুবক] \( s \propto t^2 \) গ্রাফ \( A \) অংশ দ্বারা প্রদর্শিত হয়েছে। অন্যভাবে বললে, \( B \) অংশে অবস্থানের কোনো পরিবর্তন নেই, তাই ত্বরণ থাকার প্রশ্নই আসে না। আর \( C \) ও \( D \) অংশে সময়ের সাথে অবস্থার পরিবর্তন একরকম অর্থাৎ বেগ সমান বা সমত্বরণ। তাই বলা যায় \( B, C \) ও \( D \) অংশে ত্বরণ নেই।