অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

কোন স্থানে পশ্চিমমুখী চৌম্বকক্ষেত্রের মান 4T। ঐ স্থানে একটি ইলেকট্রনকে 2×10⁶ m.s⁻¹ বেগে উত্তর দিকে গতিশীল রাখতে হলে তার উপর কত তড়িৎ প্রাবল্য (NC⁻¹) আরোপ করতে হবে?

A. 8×10⁶; দক্ষিণমুখী

B. 8×10⁶; নিম্নমুখী

C. 8×10⁶; উর্দ্ধমুখী

D. 4×10⁶; উর্দ্ধমুখী

E. 8×10⁶; পূর্বমুখী

SUST19-20চৌম্বক পদার্থের বিশেষ ধর্মপদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রতড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্বUnit-BSet-1

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Solve: \(E = vB\) \(= 2 \times 10^6 \times 4 = 8 \times 10^6\) বামহস্ত নিয়ম অনুসারে চার্জটির ওপর চৌম্বক বল নিচের দিকে কাজ করবে তাই চার্জটিকে উপর দিকে গতিশীল রাখতে উপরের দিকে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে তড়িৎ বল দিতে হবে। Ans. (C)