অফারে মাত্র ১৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. 5.59×10^7
B. 1.36×10^7
C. 2.29×10^7
D. 3.31×10^7
E. 6.63×10^7
Explanation: Hints: \(\frac{1}{2} mv^2 = eV\) Solve: \(\frac{1}{2} mv^2 = 1.6 \times 10^{-19} \times 10 \times 10^3\) বা, \(mv^2 = 2 \times 1.6 \times 10^{-15}\) বা, \(v^2 = \frac{3.2 \times 10^{-15}}{9.1 \times 10^{-31}} \, [\therefore M_e = 9.1 \times 10^{-31} \, \text{kg}]\) বা, \(v = \sqrt{3.5 \times 10^{15}} = 5.9 \times 10^7 \, \text{ms}^{-1}\) Ans. (D) ব্যাখ্যা: বিভব পার্থক্য প্রয়োগ করলে ইলেকট্রন স্থির অবস্থা থেকে বেগ প্রাপ্ত হবে এবং গতিশক্তি অর্জন করবে। গতিশক্তির পরিবর্তন হবে কৃতকাজের সমান (কাজ-শক্তি উপপাদ্য)। \(\frac{1}{2} mv^2 - 0 = W \, [\text{শুরতে স্থির ছিল বলে আদি গতিশক্তি শূন্য}]\) \(\frac{1}{2} mv^2 = W \, ...........(i)\) আবার, বিভব এর সংজ্ঞা হতে \(V = \frac{W}{e}\) [একক চার্জকে তাড়িত ক্ষেত্রের এক বিন্দু হতে অপর বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ করতে হয় তাই বিভব] \(\implies W = eV ...........(ii)\) (i) ও (ii) থেকে, \(\frac{1}{2} mv^2 = eV\)