অফারে মাত্র ১৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

10kV বিভব পার্থক্য প্রয়োগ করলে স্থির অবস্থা থেকে একটি ইলেকট্রন যে চূড়ান্ত বেগ প্রাপ্ত হবে তার মান কত m/s?(ইলেকট্রনের চার্জ 1.6×10-19C)

A. 5.59×10^7

B. 1.36×10^7

C. 2.29×10^7

D. 3.31×10^7

E. 6.63×10^7

SUST16-17তাড়ন বেগ ও প্রবাহ ঘনত্বপদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রচল তড়িৎUnit-BSet-1

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Hints: \(\frac{1}{2} mv^2 = eV\) Solve: \(\frac{1}{2} mv^2 = 1.6 \times 10^{-19} \times 10 \times 10^3\) বা, \(mv^2 = 2 \times 1.6 \times 10^{-15}\) বা, \(v^2 = \frac{3.2 \times 10^{-15}}{9.1 \times 10^{-31}} \, [\therefore M_e = 9.1 \times 10^{-31} \, \text{kg}]\) বা, \(v = \sqrt{3.5 \times 10^{15}} = 5.9 \times 10^7 \, \text{ms}^{-1}\) Ans. (D) ব্যাখ্যা: বিভব পার্থক্য প্রয়োগ করলে ইলেকট্রন স্থির অবস্থা থেকে বেগ প্রাপ্ত হবে এবং গতিশক্তি অর্জন করবে। গতিশক্তির পরিবর্তন হবে কৃতকাজের সমান (কাজ-শক্তি উপপাদ্য)। \(\frac{1}{2} mv^2 - 0 = W \, [\text{শুরতে স্থির ছিল বলে আদি গতিশক্তি শূন্য}]\) \(\frac{1}{2} mv^2 = W \, ...........(i)\) আবার, বিভব এর সংজ্ঞা হতে \(V = \frac{W}{e}\) [একক চার্জকে তাড়িত ক্ষেত্রের এক বিন্দু হতে অপর বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ করতে হয় তাই বিভব] \(\implies W = eV ...........(ii)\) (i) ও (ii) থেকে, \(\frac{1}{2} mv^2 = eV\)