অফারে মাত্র ১৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. 50
B. 150
C. 250
D. 350
E. 600
Explanation: Hints: দক্ষতা, \(\eta = \left(1 - \frac{T_2}{T_1}\right) \times 100\%\) Solve: উত্তাপের তাপমাত্রা, \(T_1 = ?\) এবং গ্রাহকের তাপমাত্রা, \(T_2 = 300K\) \(\eta = 1 - \frac{T_2}{T_1} \times 100\%\) বা, \(\frac{50}{100} = 1 - \frac{T_2}{T_1}, T_2/T_1 = 1 - 0.5\) বা, \(T_2/T_1 = 0.5 \implies T_1 = 600K\) আবার, \(\eta_1 = 1 - \frac{T_2}{T_1} \times 100\% \implies T_2/T_1 = 1 - 0.6\) বা, \(T_2/T_1 = 0.4 \implies T_1 = 750\) উত্তাপের তাপমাত্রা বাড়াতে হবে \((750-600)K = 150K\) Ans. (B) ব্যাখ্যা: ইঞ্জিনের দক্ষতা, কার্য পরিণত তাপ \(\div\) উৎস হতে গৃহীত তাপ \(\eta = \frac{Q_1 - Q_2}{Q_1} = 1 - \frac{Q_2}{Q_1}\) কার্নোট চক্রের তাপমাত্রার সঙ্গে প্রকাশ করার জন্য, \(Q_2\) কে \(T_2\) ও \(Q_1\) কে \(T_1\) এর রূপান্তর প্রয়োজন। \(\eta = 1 - \frac{Q_2}{Q_1} = 1 - \frac{T_2}{T_1} \, [\text{যেহেতু } Q_2/Q_1 = T_2/T_1]\) শতকরা হিসাবে, \(\eta = \left(1 - \frac{T_2}{T_1}\right) \times 100\%\)