অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

অপটিক্যাল ফাইবার কোন পদ্ধতিতে কাজ করে?

A. আলোকের প্রতিফলন

B. আলোকের প্রতিসরণ

C. আলোকের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

D. আলোকের অপবর্তন

E. আলোকেত ব্যাতিচার

SUST16-17লেন্সের সাধারন সমীকরণ ও বিবর্ধনপদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রজ্যামিতিক আলোকবিজ্ঞানUnit-BSet-1

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Hints: অপটিকাল ফাইবারে আলো বাঁকানো পথে গমনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে আলোর পতিত প্রায় সমান গতিতে তথ্য সরবরাহ করতে পারে। Solve: বাঁকানো পথে আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে অপটিকাল ফাইবারে গমন করে। Ans. (C) ব্যাখ্যা: অপটিকাল ফাইবার তৈরীতে মানুষের চুলের সমান আকারের গ্লাস ব্যবহার করা হয় যার চারপাশে কম প্রতিসরকের প্লাস্টিক দিয়ে 2 স্তরে মোড়ানো থাকে। গ্লাসের তুলনায় প্লাস্টিকের প্রতিসরক কম থাকায় আলো যখন বাঁকানো পথে যাওয়ার সময় গ্লাস হতে প্লাস্টিকের দিকে গমন করে (অর্থাৎ ঘন থেকে অপকা মাধ্যমে গমন করে) তখন সংযোজন কোণের বেশি কোণে আপতিত হলে আলো গ্লাসের মধ্যে দিয়ে প্রতিফলিত হওয়ায় পরিবর্তে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে পুনরায় গ্লাস মাধ্যমে ফিরে আসে। এভাবে আলো অপটিকাল ফাইবারে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এক প্রান্ত হতে অন্যপ্রান্তে লাইটিক চলার মত সামনে এগিয়ে চলে।