অফারে মাত্র ১৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. 2
B. 4
C. 3
D. 5
E. 7
Explanation: Hints: \(E = -L\frac{dI}{dt}\) Solve: \(E = -L\frac{dI}{dt} = 10\times\frac{2.5-1.5}{2} = 5V\) Ans. (D) ব্যাখ্যা: কোন পরিবাহীতে তড়িৎ প্রবাহিত হলে চারদিকে চৌম্বক ক্ষেত্র তৈরী হয় অর্থাৎ চারদিকে চৌম্বক ফ্লাক্স অবস্থান করে। তড়িৎ প্রবাহের মান পরিবর্তন করলে ফ্লাক্সের পরিবর্তন ঘটে এবং এই ফ্লাক্সের পরিবর্তনের ফলে তড়িৎ বাহি পরিবাহীতে ফ্লাক্স পরিবর্তনের দষ্প্রভাব তড়িৎ চালক বল আভির্ভূত হয় যা পরিবাহীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। নিজের প্রবাহ পরিবর্তনের ফলে একধরনের অপর তড়িৎ প্রবাহ তৈরী হওয়ার ঘটনাটিকেই বলা হয় নিজের দ্বারা নিজের আবেদন বা স্বকীয় আবেদন। কোন কুণ্ডলীতে আবদ্ধ ফ্লাক্স ঐ কুণ্ডলীর তড়িৎ প্রবাহের সমানুপাতিক। \(\therefore \phi \propto i \implies \phi = Li\) \([L \text{সমানুপাতিক ধ্রুবক} = \text{স্বকীয় আবেদন}]\) ফ্যারাডের সূত্রানুযায়ী এই ফ্লাক্সের জন্য আবিষ্ট তড়িৎচালক বলঃ \(E = -\frac{d\phi}{dt} = -\frac{d}{dt}(Li) = -L\frac{di}{dt}\)