অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

তিনটি কৃষ্ণ বিবরের ঘটনা দিগন্ত যথাক্রমে 42Km, 21Km, 7km. এদের ভরের অনুপাত কত?

A. 1:03:06

B. 6:03:01

C. 3:02:01

D. 6:04:01

E. 3:01:08

SUST15-16কৃষ্ণ বিবরপদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রজ্যোতির্বিজ্ঞানUnit-BSet-1

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Hints: \( R_s = \frac{2GM}{c^2}; \, R_s \propto M \) Solve: \( R_1 = \frac{2GM_1}{c^2}, \, R_2 = \frac{2GM_2}{c^2}, \, R_3 = \frac{2GM_3}{c^2} \) \( R_1 \propto M_1; \, R_2 \propto M_2; \, R_3 \propto M_3 \) \( M_1 : M_2 : M_3 = R_1 : R_2 : R_3 = 42 : 21 : 7 \) \(\therefore M_1 : M_2 : M_3 = 6 : 3 : 1 \) Ans. (B) ব্যাখ্যা: কোনো বস্তু/নক্ষত্রের মহাকর্ষ ক্ষেত্র যদি এতটাই শক্তিশালী হয় যে, ঐ ক্ষেত্র থেকে কোনো বস্তু এমনকি আলোও বের হয়ে আসতে না পারে তবে ঐ বস্তু বা নক্ষত্র মহাকর্ষ ক্ষেত্রের সম্পূর্ণ অঞ্চলে বল হবে কৃষ্ণগহ্বর বা কৃষ্ণবিবর। এর অঞ্চলকে সসারশেক বলা হয়। ঘটনা দৃষ্টান্ত বা সসারশেক ব্যাসার্ধ হলো \( R_s = \frac{2GM}{c^2} \)।