অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

একটি বিন্দু থেকে একটি সরলরেখার প্রতি 1m পর পর অসীম সংখ্যক 1C চার্জ রাখা হলে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত N/C?

A. 6.76 × 10^-11

B. 5.47 × 10^-9

C. 5.47 × 10^9

D. 9.9 × 10^9

E. 1.48 × 10^10

SUST13-14তড়িৎ বল ও প্রাবল্যপদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রস্থির তড়িৎUnit-BSet-1

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Hints: তড়িৎ ক্ষেত্রের প্রাবলা, \( E = \frac{1}{4\pi\epsilon_0} \times \frac{q}{r^2} \) Solve: অসীম সংখ্যক চার্জের তড়িৎ প্রাবলা, \( E = E_1 + E_2 + \ldots + E_\infty \) \( = \frac{1}{4\pi\epsilon_0} \frac{q_1}{r_1^2} + \frac{1}{4\pi\epsilon_0} \frac{q_2}{r_2^2} + \ldots + \frac{1}{4\pi\epsilon_0} \frac{q_\infty}{r_\infty^2} \) \( = \frac{1}{4\pi\epsilon_0} \left( \frac{1}{1^2} + \frac{1}{2^2} + \ldots + 0 \right) \) [যেহেতু \( q_1 = q_2 = \ldots = q_\infty = 1C \)] \( = \frac{1}{4\pi\epsilon_0} \sum \frac{1}{n^2} = \frac{1}{4\pi\epsilon_0} \times \frac{\pi^2}{6} = 1.48 \times 10^{10} \) Ans. (E)