এড্রেস একাডেমি
Home Home
Profile Profile
Login Login
Register Register

অফারে মাত্র ১৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

1 Liter এবং 10 Liter এর দুটি তরলের তাপমাত্রা যথাক্রমে 73K এবং 20°C। তরল দুটিকে একত্রে মিশানো হলে চূড়ান্ত তাপমাত্রা কত?

A. -100°C

B. -20°C

C. 0°C

D. 200°C

E. 20°C

SUST13-14তাপ, অভ্যন্তরীণ শক্তি ও কাজপদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রতাপগতিবিদ্যাUnit-BSet-1

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Hints: গৃহীত তাপ = বর্জিত তাপ = \( ms\Delta\theta \) Solve: আমরা জানি, গৃহীত বা বর্জিত তাপ = \( ms\Delta\theta \) ধরি, মিশ্রণের তাপমাত্রা = \( 0^\circ C \) \( 1 \, \text{Liter} \, \text{এর গৃহীত তাপ} = ms\Delta\theta = 1 \times s \times \{0 - (-200)\} \, [\therefore 73K = -200^\circ C] = s (0+200) \) \( 10 \, \text{Liter} \, \text{এর বর্জিত তাপ} = ms\Delta\theta = 10 \times s \times (20 - 0) \) তাপ পরিমাণের নীতি অনুযায়ী, গৃহীত তাপ = বর্জিত তাপ \( \implies s (0+200) = 10s (20-0) \implies 0+200 = 200-100 \) \( \implies 110 = 0 \implies \theta = 0^\circ C \) Ans. (C) ব্যাখ্যা: দুটি ভিন্ন তাপমাত্রার তরল মিশ্রিত করলে কম তাপমাত্রার তরল তাপ গ্রহণ করে এবং বেশি তাপমাত্রার তরল তাপ বর্জন করে মিশ্রণের তাপমাত্রায় পৌঁছে। মিশ্রণের ক্ষেত্রে, গৃহীত তাপ = বর্জিত তাপ গৃহীত তাপ বা বর্জিত তাপ হিসেব করতে হয় \( ms\Delta\theta \) থেকে। \( \Delta\theta = \text{চূড়ান্ত তাপমাত্রা-আদি তাপমাত্রা (তাপ গ্রহণের ক্ষেত্রে)} \) \( \Delta\theta = \text{আদি তাপমাত্রা-চূড়ান্ত তাপমাত্রা (তাপ বর্জনের ক্ষেত্রে)} \)