অফারে মাত্র ২৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. 0.75 C
B. 0.90 C
C. 0.99 C
D. 1.55 C
E. 1.7 C
Explanation: Hints: ভবযুক্ত কোন বস্তুর আলোর বেগের সমান বা বেশি বেগ অর্জন করতে পারে না। Solve: প্রোটনের সাথে ইলেকট্রনের গতিবেগ 0.95c। যেহেতু প্রোটনটি আবার ল্যাবরেটরির সাথে 0.75c বেগে গতিশীল তাই ইলেকট্রনের বেগ ল্যাবরেটরির সাথে 0.95c এর বেশি হবে। কিন্তু আলোর বেগের চেয়ে বেশি হবে না। সত্ত্বেও ইলেকট্রনের গতিবেগ হয় 0.99c। Ans. (C) ব্যাখ্যা: কোনো বস্তুর বেগ আলোর বেগের চাইতে বেশি হতে পারে না। সুতরাং অপশন (D) ও (E) কখনোই উত্তর হবে না। গতিশীল প্রোটনের সাথে ইলেকট্রনের বেগ 0.95c। প্রোটনটি আবার ল্যাবরেটরির সাথে 0.75c বেগে গতিশীল সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে ল্যাবরেটরির সাথে ইলেকট্রনের বেগ 0.95c থেকে বেশি হবে। তাই (A) ও (B) অপশনও হবে না। সুতরাং অপশন (C) গ্রহণযোগ্য সমাধান।