অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

একটি ট্রান্সফরমারের প্রাইমারী কয়েলের প্যাচ সংখ্যা 100। সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা 1000। প্রাইমারি কয়েল 6V DC দেওয়া হলে সেকেন্ডারি কয়েলে কত ভোল্টেজ পাওয়া যাবে?

A. 0 V

B. 6 V

C. 42.4 V

D. 60 V

E. 600 V

SUST13-14কার্যকর তড়িৎ প্রবাহ ও আবেশ গুণাঙ্কপদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রতড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহUnit-BSet-1

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Hints: ট্রান্সফরমার AC কারেন্টে কাজ করে। Solve: প্রশ্নে 6V DC প্রয়োগ করায় সেকেন্ডারী কয়েলে কোনো ভোল্টেজ পাওয়া যাবে না। Ans. (A) ব্যাখ্যা: ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলে দিক পরিবর্তী (AC) প্রবাহের ফলে প্রাইমারি কয়েলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র পরিবর্তীত হয়। প্রাইমারি কয়েলে চৌম্বক ক্ষেত্রের এ পরিবর্তনের ফলে সেকেন্ডারী কয়েলে তড়িৎচালক বল আবিষ্ট হয়। কিন্তু প্রাইমারি কয়েলে DC প্রবাহের ফলে প্রাইমারি কয়েলের সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের কোনো পরিবর্তন হয় না বলে সেকেন্ডারী কয়েলে কোনো তড়িৎচালক বল আবিষ্ট হয় না। তাই সেকেন্ডারী কয়েলে প্রাপ্ত ভোল্টেজ শূন্য।