এড্রেস একাডেমি
Home Home
Profile Profile
Login Login
Register Register

অফারে মাত্র ১৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

10cm ফোকাস দুরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পন হতে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 4 গুণ হবে?

A. 25.0cm

B. 39.5cm

C. 40.0cm

D. 50.0 cm

E. 12.5cm

SUST12-13লেন্স তৈরীর সমীকরণপদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রজ্যামিতিক আলোকবিজ্ঞানUnit-B

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Hints: \(m = \frac{v}{u}, \, \frac{1}{f} = \frac{1}{u} + \frac{1}{v}\) Solve: প্রদত্তে, \(m = \left|\frac{v}{u}\right| = 4 \therefore v = 4u\) এখন, \(\frac{1}{f} = \frac{1}{u} + \frac{1}{v} = \frac{1}{f} = \frac{1}{u} + \frac{1}{4u} = \frac{5}{4u} \implies u = \frac{5f}{4} = \frac{5 \times 10}{4} = 12.5 \, \text{cm}\) Ans. (E) ব্যাখ্যা: কোনো বস্তুর বিবর্ধন, \(m = \frac{\text{প্রতিবিম্বের দৈর্ঘ্য}}{\text{বস্তুর দৈর্ঘ্য}} = \frac{v}{u}\) প্রতিবিম্বের আকর্ষ বস্তুর আকর্ষের \(n\) গুণ মানে, \(m = n\) তাই এখানে, \(m = \left|\frac{v}{u}\right| \implies 4 = \frac{v}{u} \implies v = 4u\) বস্তুর দূরত্ব, বিভূ দূরত্ব ও ফোকাস দূরত্বের যেকোনো দুটি রাশির মান জানা থাকলে অপর রাশির মান \(\frac{1}{f} = \frac{1}{u} + \frac{1}{v}\) সমীকরণ দ্বারা নির্ধারণ করা যায়। যেখানে, \(f = \text{ফোকাস দূরত্ব}, \, u = \text{বস্তুর দূরত্ব}, \, v = \text{প্রতিবিম্বের দূরত্ব}\)