অফারে মাত্র ২৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. 8.85km
B. 9.75km
C. 10.25km
D. 18.9km
E. 22.5km
Explanation: Hints:\(R_s = \frac{2GM}{C^2} \) Solve: \(R_s = \frac{2GM}{C^2} \\ \) এখানে, M = নক্ষত্রের ভর, \( R_s\) = সোয়াজকাইফড ব্যাসার্ধ \(C = 3 \times 10^8 \, \text{ms}^{-1} \\ \) \(\implies R_s = \frac{2 \times 6.67 \times 10^{-11} \times 3 \times 1.99 \times 10^{30}}{(3 \times 10^8)^2} \implies R_s = 8.85 \, \text{km} \\ \) Ans. (A) ব্যাখ্যা: কোনো বস্তু/নক্ষত্রের মহাকর্ষ কেন্দ্র যদি এতটাই শক্তিশালী হয় যে, এই কেন্দ্র থেকে কোনো বস্তু এমনকি আলোও বের হয়ে আসতে না পারে তখন এ বস্তু ও বস্তুর মহাকর্ষ কেন্দ্রের সম্পূর্ণ অঞ্চলকে বলা হবে কৃষ্ণগহ্বর বা কৃষ্ণ বিবর। এ অঞ্চলের ব্যাসার্ধকে বলা হয় ঘটনা দিগন্ত বা সোয়াজকাইফড ব্যাসার্ধ। এ ব্যাসার্ধ অকর্ষণীয় বস্তুর মুক্তিবেগ বা কৃষ্ণ পলয়ের বেগ না হওয়ার কারণে এ অঞ্চলের থেকে আলো পর্যন্ত বের হতে পারে না তাই অঞ্চলটিকে দেখা যায় না। তবে মান অনুসারে করা যাবে। যেমন: সূর্যের ব্যাসার্ধ যদি 3 \, \text{km} হয়ে যায় তাহলে সূর্য অদৃশ্য হয়ে যাবে। কিন্তু এর প্রভাব থাকবে। অর্থাৎ সূর্যের কেন্দ্র করে এই ঘটনা পূর্বের মতো ঘুরবে। এখন প্রশ্ন আসতে পারে, কোনো বস্তু বা আলো। এ অঞ্চলের থেকে বের হয়ে আসতে পারবে না কেন? আপাতত একটি দিক নিয়ে বলি, এ অঞ্চল সৃষ্টিকারী বস্তু/নক্ষত্রের জন্য মুক্তিবেগ যদি আলোর বেগের সমান হয়ে যায়, তখন কোনো বস্তু বা অঞ্চলের থেকে বের হয়ে আসার জন্য প্রয়োজনীয় বেগ অর্জন করতে পারে না। অর্থাৎ, এ অঞ্চলের জন্য V_e = C হয়। মুক্তিবেগ এর ক্ষেত্র আমরা জানি, \(V_e = \sqrt{\frac{2GM}{R_s}} \implies V_e = C হলে গেলে R = R_s \\ \) [\(R_s \)= সোয়াজকাইফড ব্যাসার্ধ] \(\therefore C = \sqrt{\frac{2GM}{R_s}} \implies C^2 = \frac{2GM}{R_s} \therefore R_s = \frac{2GM}{C^2}\)