অফারে মাত্র ২৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. অপবর্তন ঘটে
B. সাতটি রঙে বিভক্ত হয়
C. বিভিন্ন রঙে বিভক্ত হয় না
D. সম্পূর্ণভাবে শােষিত হয়
E. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়
Explanation: Hints: লেজার রশ্মি একবর্ণী Solve: লেজার রশ্মি একবর্ণী হওয়ায় প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিভিন্ন রঙ্গে বিভক্ত হয় না। Ans. (C) ব্যাখ্যা: সাদা আলো (যেমন ফ্ল্যাশলাইট) প্রিজমের মধ্যে দিয়ে গেলে এটি রঙ্গে বিভক্ত হয়। যেকোন যৌগিক রঙ (মৌলিক রঙ মিলে তৈরী) প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিভক্ত হয়। কিন্তু লেজার রশ্মির আলোতে যেকোন একটি রঙ থাকে। যেমন- লাল, সবুজ। তাই লেজার প্রিজমের মধ্যে দিয়ে গেলে বিভিন্ন রঙ্গে বিভক্ত হয় না।