এড্রেস একাডেমি
Home Home
Profile Profile
Login Login
Register Register

অফারে মাত্র ১৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

10m লম্বা একটি রকেট তোমার সামনে দিয়ে 0.5C বেগে যাবার সময় তার দৈর্ঘ্য তোমার কাছে কত মনে হবে?

A. 5.0 m

B. 8.66 m

C. 11.54 m

D. 15 m

E. 20 m

SUST11-12দৈর্ঘ্য সংকোচনপদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রআধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাUnit-BSet-1

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Hints: \( L = L_0\sqrt{1 - \frac{v^2}{c^2}} \) Solve: \( L = L_0\sqrt{1 - \frac{v^2}{c^2}} \implies L = 10\sqrt{1 - \frac{(0.5c)^2}{c^2}} \) \( L = 8.66 \, \text{m} \, [L_0 = \text{নিশ্চল দৈর্ঘ্য} = 10\, \text{m}, \, L = \text{চলমান দৈর্ঘ্য}] \) Ans. (B) ব্যাখ্যা: আপেক্ষিক তত্ত্ব অনুসারে ৩ ধরনের আপেক্ষিকতা ব্যাখ্যা করা যায়। ভরবৃদ্ধি: আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর ভর বেগের সাথে বৃদ্ধি পায়। একে ভরের আপেক্ষিকতা বলা হয়। \( m_0 \) কর্রা স্থির ভর, \( m \) গতিশীল কর্রা ভর হলে, \( m = \frac{m_0}{\sqrt{1 - \frac{v^2}{c^2}}} \) \([v = \text{কার বেগ}, c = \text{আলোর বেগ}]\) দৈর্ঘ্য সংকোচন: কোনো বস্তু গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, ঐ বস্তু স্থির অবস্থায় দৈর্ঘ্যের চেয়ে ছোট হওয়াকে দৈর্ঘ্য সংকোচন বলে। \( L = L_0\sqrt{1 - \frac{v^2}{c^2}} \, [L = \text{গতিশীল বস্তুর দৈর্ঘ্য}, L_0 = \text{স্থির বস্তুর দৈর্ঘ্য}] \) কাল দীর্ঘায়ন: কোনো পর্যবেক্ষকের কাছে গতিশীল অবস্থায় সংগত দুইটি ঘটনার মধ্যবর্তী কাল ব্যবধান ঐ পর্যবেক্ষকের কাছে স্থির অবস্থায় সংগত ঐ একই ঘটনার মধ্যবর্তী কাল ব্যবধানের চেয়ে বেশি হয়। এই প্রভাবকে কাল দীর্ঘায়ন বলে। \( t_0 = \frac{t}{\sqrt{1 - \frac{v^2}{c^2}}} \, [\text{স্থির অবস্থার সময়} = t_0, \text{গতিশীল অবস্থার সময়} = t] \)