অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

H\(_2\)O+ যৌগের H–O–H বন্ধন কোণ কত?

A. 100°

B. 107°

C. 105°

D. 109°

E. 120°

SUST18-19VSEPR তত্ত্ব - মুক্তজোড় ও বন্ধনজোড় ইলেকট্রন এবং বন্ধন কোণরসায়ন প্রথম পত্রমৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনUnit-B

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Solve: \(\text{H}_3\text{O}^+\) এর আকৃতি: \[ \begin{array}{c} \text{ত্রিকোণীয় পিরামিডাকার} \end{array} \] \(\text{H}_3\text{O}^+\) আয়নের গঠন থেকে বোঝা যায় এখানে \(sp^3\) সংকরন হয়েছে এবং এতে বন্ধনজোড়ের (bp) পাশাপাশি একটি মুক্তজোড় (lp) ইলেকট্রনও আছে। তাই bp–bp বিকর্ষণের পাশাপাশি bp–lp বিকর্ষণও ঘটে এবং VESPR তত্ত্ব মতে বন্ধন কোণের পরিমাণ \(sp^3\) সংকরনের আদর্শ মান \(109.5^\circ\) থেকে কমে \(107^\circ\) হবে (\(\text{NH}_3\) এর মতো)। Ans. (B)