অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন দ্বিতীয় শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তরে আসলে কত তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি বিকিরণ করে?

A. 12 A°

B. 12 nm

C. 120A°

D. 1200 A°

E. 1200 nm

SUST17-18তড়িৎ চুম্বকীয় বর্ণালি ও পারমানবিক বর্ণালি - রিডবার্গ সমীকরণরসায়ন প্রথম পত্রগুণগত রসায়নUnit-BSet-1

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Solve: আমরা জানি, \[ \frac{1}{\lambda} = R_H \left(\frac{1}{n_1^2} - \frac{1}{n_2^2}\right) \] এখানে, \(n_1 = 1\) এবং \(n_2 = 2\) \[ \frac{1}{\lambda} = \left(10.97 \times 10^{-3}\right) \times \left(\frac{1}{1} - \frac{1}{4}\right) \] [nm এককে \(R_H\) এর মান = \(10.97 \times 10^{-3}\)] \[ \implies \frac{1}{\lambda} = 8.229 \times 10^{-3} \] \[ \implies \lambda = 121.52 \, \text{nm} \] \[ \lambda = (121.52 \times 10) = 1215.21 \, \text{Å} \] যেহেতু \(1215.21 \, \text{Å}\) অপশন নেই সেহেতু \(1200 \, \text{Å}\) কাছাকাছি বলে সঠিক ধরে নেওয়া যেতে পারে। Ans. (D)