অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

একটি জলীয় দ্রবণে AgNO₃ যোগ করলে সাদা অধঃক্ষেপ পড়ে যা HNO₃ এ অদ্রবণীয় কিন্তু NH₄OH এ সহজে দ্রবনীয়। তাহলে ঐ দ্রবণে কোন আয়ন উপস্থিত ?

A. CN

B. NO₃⁻

C. SO₄²⁻

D. CO₃²⁻

E. Cl⁻

SUST17-18দ্রাব্যতা, দ্রাব্যতা গুনফল, আয়নিক গুনফল ও অধঃক্ষেপরসায়ন প্রথম পত্রগুণগত রসায়নUnit-BSet-1

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Solve: NaCl এর দ্রবণে AgNO\(_3\) দ্রবণ যোগ করলে সাদা অক্রান্তক্ষেপ পরে। \[ \text{NaCl} + \text{AgNO}_3 \to \text{NaNO}_3 + \text{AgCl} \downarrow \] সাদা অক্রান্তক্ষেপ। উক্ত অক্রান্তক্ষেপ HNO\(_3\) এ দ্রবীভূত হয় না কিন্তু NH\(_4\)OH এ দ্রবীভূত হয়। সুতরাং এ দ্রবণে Cl\(^-\) উপস্থিত। Ans. (E)