অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার ব্যতয় হলে কোন নীতির উপর ভিত্তি করে পুনরায় সাম্যাবস্থায় ফিরে আসে?

A. লা- শাতেলিয়ারের নীতি

B. পাউলির বর্জন নীতি

C. হুন্ডের নীতি

D. আউফ-বাউ নীতি

E. হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি

SUST17-18রাসায়নিক সাম্যাবস্থার ও এর উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাবরসায়ন প্রথম পত্ররাসায়নিক পরিবর্তনUnit-BSet-1

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Solve: কোন উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকা কালে যদি ঐ অবস্থায় একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান ডানে বা বামে এমনভাবে পরিবর্তীতত্ত্ব হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। অর্থাৎ, কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার ব্যত্যয় হলে লা-শাতেলিয়ারের নীতি দ্বারা ব্যাখ্যা করা যায়। Ans. (A)