অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

450°C তাপমাত্রায় কোনো বিক্রিয়ার হার ধ্রুবক 35°C তাপমাত্রার হার ধ্রুবকের দ্বিগুণ হলে বিক্রিয়াটির সক্রিয় শক্তি কত kJmol⁻¹ ?

A. 28.22

B. 56.43

C. 112.88

D. 89.46

E. 81.44

SUST17-18সক্রিয়ন শক্তি ও বিক্রিয়ার হারের উপরে তাপ,চাপের প্রভাবরসায়ন প্রথম পত্ররাসায়নিক পরিবর্তনUnit-BSet-1

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Solve: আমরা জানি, \( \ln\left(\frac{K_2}{K_1}\right) = \frac{E_a}{R}\left[\frac{T_2-T_1}{T_1T_2}\right] \) এখানে, \(T_1 = 35^\circ C = 308 K\), \(T_2 = 45^\circ C = 318 K\), \(K_1 = 1\), \(K_2 = 2\), \(E_a = ?\). \( \text{So, } \ln\left(\frac{2}{1}\right) = \frac{E_a}{8.314} \times \frac{[318-308]}{[318 \times 308]} \implies \ln(2) = \frac{E_a}{8.314} \times 1.021 \times 10^{-4} \). \( \therefore E_a = \frac{\ln(2) \times 8.314}{1.021 \times 10^{-4}} = 56443.95 \, \text{J/mol} = 56.44 \, \text{kJ/mol} \). Ans. (B)