অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

\( N_2(g) + 3H_2(g) \rightleftharpoons 2NH_3(g) \) বিক্রিয়াটির K_c এর মান 0.64 হলে \( \frac{1}{2}N_2(g) + \frac{3}{2}H_2(g) \rightleftharpoons NH_3(g) \) বিক্রিয়াটির K_c এর মান কত ?

A. 0.17

B. 0.4

C. 0.64

D. 0.8

E. 1.28

SUST17-18ভরক্রিয়ার সূত্র, রাসায়নিক সাম্যধ্রবক এবং Kp, Kc নির্ণয়রসায়ন প্রথম পত্ররাসায়নিক পরিবর্তনUnit-B

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Solve: প্রথম বিক্রিয়া: \( N_2(g) + 3H_2(g) \leftrightarrow 2NH_3(g) \) \( K_c = \frac{[NH_3]^2}{[N_2][H_2]^3} \) ...... (i) ২য় বিক্রিয়া: \( \frac{1}{2}N_2 + \frac{3}{2}H_2 \rightarrow NH_3 \) \( K'_c = \frac{[NH_3]}{\left(\frac{1}{2}[N_2]\right)\left([H_2]\right)^{3/2}} \) \(\implies (K'_c)^2 = \frac{[NH_3]^2}{[N_2][H_2]^3} \) ...... (ii) উভয় পক্ষে বর্গ করে, \( \frac{(K'_c)^2}{K_c} = 1 \implies (K'_c)^2 = K_c \implies K'_c = \sqrt{K_c} = \sqrt{0.64} = 0.8 \) Ans. (D)