অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

কোন যৌগ হাইড্রোজেন বন্ধন গঠন করে না?

A. CH3COCH3

B. CH3COOH

C. HF

D. H2O

E. NH3

SUST16-17হাইড্রোজেন বন্ধন ও এর গুরত্বরসায়ন প্রথম পত্রমৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনUnit-B

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Hints: হাইড্রোজেন বন্ধন: \(\delta^+ \, \delta^- \, \text{H-O\ldots H-F\ldots H-O} \, \delta^- \, \delta^+\) Solve: \(\text{CH}_3-\text{CO}-\text{CH}_3\) \(\text{H}\)-বন্ধন গঠন করে না। Ans. (D) ব্যাখ্যা: অধিক তড়িৎ ঋণাত্মক অণু পোলার হয়। এরূপ পোলার অণুর মধ্যে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তে এক দুর্বল বন্ধন সৃষ্টি হয়। এরূপ বন্ধনকে \(\text{H}\)-বন্ধন বলে। \[ \delta^- \quad \text{F} \ldots \text{H} \quad \delta^+ \\ \delta^- \quad \text{F} \ldots \text{H} \quad \delta^+ \\ \delta^- \quad \text{F} \ldots \text{H} \quad \delta^+ \] \(\text{HF}\) অণুতে সৃষ্ট \(\text{H}\)-বন্ধন।