অফারে মাত্র ১৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. 54
B. 4
C. 2
D. 36
E. 22
Explanation: Hints: দ্রাব্যতা = \(\frac{100 \times \text{গ্রামে প্রকাশিত দ্রবের ভর}}{\text{গ্রামে প্রকাশিত দ্রবকের ভর}}\) Solve: দ্রাবকের ভর = (200 - 50) = 150 g মন করি দ্রব আছে \(x\)g \[ 36 = \frac{x \times 100}{150} \implies x = 54g \] \(\therefore\) লবণ আরো যোগ করতে হবে \((54 - 50)\text{g} = 4 \, \text{g}\) Ans. (B) ব্যাখ্যা: সম্পর্ক, প্রকৃতি, দ্রাব্যতা নীতি: বিশ্লেষিত তথ্য \(K_i > K_{\text{sp}}\): দ্রবণ থেকে দ্রব্য অক্ষিপ্ত হয়। \(K_i < K_{\text{sp}}\): অসম্পৃক্ত। \(K_i = K_{\text{sp}}\): সম্পৃক্ত দ্রবণ। যদি আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের \((K_{\text{sp}})\) বেশি হয়, পদার্থটি অক্ষিপ্ত হবে। যদি আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের \((K_{\text{sp}})\) কম হয় দ্রবণটি অসম্পৃক্ত হবে। যদি আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের সমান হয়, তবে দ্রবণটি সম্পৃক্ত হবে।