এড্রেস একাডেমি
Home Home
Profile Profile
Login Login
Register Register

অফারে মাত্র ১৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

পানিতে NaCl এর দ্রাব্যতা 36। একটি পাত্রে 200 gm জলীয় দ্রবনে 50gm লবণ মিশ্রিত আছে। দ্রবণটি সম্পৃক্ত করতে আর কত গ্রাম লবণ যোগ করতে হবে?

A. 54

B. 4

C. 2

D. 36

E. 22

SUST16-17দ্রাব্যতা, দ্রাব্যতা গুনফল, আয়নিক গুনফল ও অধঃক্ষেপরসায়ন প্রথম পত্রগুণগত রসায়নUnit-B

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Hints: দ্রাব্যতা = \(\frac{100 \times \text{গ্রামে প্রকাশিত দ্রবের ভর}}{\text{গ্রামে প্রকাশিত দ্রবকের ভর}}\) Solve: দ্রাবকের ভর = (200 - 50) = 150 g মন করি দ্রব আছে \(x\)g \[ 36 = \frac{x \times 100}{150} \implies x = 54g \] \(\therefore\) লবণ আরো যোগ করতে হবে \((54 - 50)\text{g} = 4 \, \text{g}\) Ans. (B) ব্যাখ্যা: সম্পর্ক, প্রকৃতি, দ্রাব্যতা নীতি: বিশ্লেষিত তথ্য \(K_i > K_{\text{sp}}\): দ্রবণ থেকে দ্রব্য অক্ষিপ্ত হয়। \(K_i < K_{\text{sp}}\): অসম্পৃক্ত। \(K_i = K_{\text{sp}}\): সম্পৃক্ত দ্রবণ। যদি আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের \((K_{\text{sp}})\) বেশি হয়, পদার্থটি অক্ষিপ্ত হবে। যদি আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের \((K_{\text{sp}})\) কম হয় দ্রবণটি অসম্পৃক্ত হবে। যদি আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের সমান হয়, তবে দ্রবণটি সম্পৃক্ত হবে।