অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

উল্লেখিত এসিডের মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী?

A. H₃PO₄

B. HNO₃

C. H₂CO₃

D. H₂SO₄

E. HClO

SUST16-17অম্ল ও ক্ষার - বিয়োজন ধ্রুবক, তীব্রতা, pH স্কেল, Ka-Kbরসায়ন প্রথম পত্ররাসায়নিক পরিবর্তনUnit-B

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Hints: অক্সি এসিডের সংমিশ্রণ কেন্দ্রীয় পরমাণুর মানাকু জারণ মান এর উপর নির্ভর করে। Solve: \(\text{H}_2\text{SO}_4\) এ সালফারের জারণ মান \(+6\) \[ 2 \times 1 + x + 4 \times (-2) = 0 \, [\text{S এর জারণ মান } x \text{ ধরে}] \] বা, \(2 + x - 8 = 0\) বা, \(x = +6\) অনুরূপভাবে, \(\text{H}_3\text{PO}_4, \, \text{HNO}_3, \, \text{H}_2\text{CO}_3\) এবং \(\text{HClO}\) এর কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যথাক্রমে \(5, 5, 4, 3\) যা \(\text{H}_2\text{SO}_4\) এর কেন্দ্রীয় পরমাণু \(\text{S}\) এর জারণ মান অপেক্ষা কম। সুতরাং, \(\text{H}_2\text{SO}_4\) উচ্চ এসিডসমূহের মধ্যে সবচেয়ে শক্তিশালী। Ans. (D) ব্যাখ্যা: অক্সি এসিড সমূহের ক্ষেত্রে এসিড সমূহের কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মানের উপরেই দ্র এসিডের তীব্রতা নির্ভর করে থাকে। যে এসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি এই এসিডের তীব্রতা তত বেশি হয়। যেমন, \(\text{HNO}_3\) ও \(\text{HNO}_2\) এ দুটি এসিডের মধ্যে কেন্দ্রীয় পরমাণু \(N\) এর জারণ মান যথাক্রমে \(+3\) ও \(+5\) ফলে \(\text{HNO}_3\) অতএব তীব্র এসিড। বিশেষ করে অক্সি এসিডসমূহের কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যার পাশাপাশি যদি পূর্ণ পরমা???ুর আকার ছোট হয় তবে এই কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হলে এর তীব্রতা বেশি হয়। যেমন, \(\text{HNO}_3, \text{H}_3\text{PO}_4\) উভয় এসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান \(+5\)। \(N\) এর আকার \(P\) এর আকার অপেক্ষা ছোট হওয়ায় \(P\) এর তুলনায় পরমাণুর চার্জ ঘনত্ব অধিক হয়। তাই \(\text{HNO}_3, \text{H}_3\text{PO}_4\) অপেক্ষা তীব্র এসিড।