অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

একটি মৌলের সর্ববহিঃস্থ শেলের ইলেকট্রন বিন্যাস 4d¹⁵s² । মৌলটির আনবিক সংখ্যা কত?

A. 35

B. 37

C. 39

D. 40

E. 41

SUST16-17পর্যায় সারণি(ব্লক পরিচিতি) ও ইলেকট্রন বিন্যাসরসায়ন প্রথম পত্রমৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনUnit-B

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Hints: নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের সাহায্যে নিয়ে সমাধান করা যায়। Solve: উক্ত মৌলের ইলেকট্রন বিন্যাস → \(1s^2 2s^2 2p^6 3s^2 3d^{10} 4s^2 4p^6 4d^1 5s^2\) ∴ ইলেকট্রন সংখ্যা = 39 যেহেতু, ইলেকট্রন সংখ্যা = পারমাণবিক সংখ্যা সুতরাং মৌলের পারমাণবিক সংখ্যা = 39 [Yttrium], Ans. (C) ব্যাখ্যা: Br[35] = \(3d^{10} 4s^2 4p^5\) Rb[37] = \(3d^{10} 4s^2 4p^6 5s^1\) Y[39] = \(4d^1 5s^2\) Zr[40] = \(4d^2 5s^2\) Nb[41] = \(4d^4 5s^1\)