অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

N₂O₄ (g)⇌2NO₂(g); ΔH=58Kj/mol বিক্রিয়ায় কোন পদক্ষেপে সাম্যাবস্থা বামদিকে স্থানান্তরিত হবে?

A. তাপমাত্রা বৃদ্ধি করলে

B. অনুঘটকের পরিমান কমালে

C. তাপমাত্রা কমালে

D. চাপ কমালে

E. অনুঘটকের পরিমান বাড়ালে

SUST16-17রাসায়নিক সাম্যাবস্থার ও এর উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাবরসায়ন প্রথম পত্ররাসায়নিক পরিবর্তনUnit-B

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Hints: লা-শাতেলিয়ার নীতি Solve: বিক্রিয়াটিতে \(\Delta H\) এর মান ধনাত্মক। বিক্রিয়াটি তাপগ্রাহী বিক্রিয়া। বিক্রিয়াটিতে তাপমাত্রা হ্রাস করলে সাম্যাবস্থা বাম দিকে স্থানান্তরিত হবে। Ans. (C) ব্যাখ্যা: লা-শাতেলিয়ার নীতি: এটি সচল সাম্যাবস্থা নীতি নামেও পরিচিত। এ নীতিতে নিয়ামক তিনটি— যথা- ১. তাপমাত্রা ২. ঘনমাত্রা ৩. চাপ তাপমাত্রার প্রভাব: তত্প্রাপ্তি বিক্রিয়ার তাপ প্রদান করলে উৎপাদন হ্রাস পায় আর তাপ অপসারণ করলে উৎপাদন বাড়ে। তাপমাত্রা পরিবর্তনের সাথে সাম্যস্থকের পরিবর্তন: \[ \begin{array}{|c|c|c|c|c|} \hline \text{বিক্রিয়া} & \Delta H & \text{তাপমাত্রার পরিবর্তন} & \text{সাম্যস্থক} & \text{বিক্রিয়া উৎপাদন} \\ \hline \text{তাপগ্রাহী} & \text{ধনাত্মক} & \text{হ্রাস পেলে} & \text{হ্রাস পাবে} & \text{হ্রাস পাবে} \\ \hline \text{তাপ অপসারণ} & \text{ধনাত্মক} & \text{বৃদ্ধি পেলে} & \text{বৃদ্ধি পাবে} & \text{বৃদ্ধি পাবে} \\ \hline \end{array} \] উৎপাদনে ঘনমাত্রার প্রভাব: \[ \begin{array}{|c|c|c|c|c|} \hline \text{পরিবর্তন} & \text{প্রভাব} & \text{ফলাফল} & \text{উদাহরণ} \\ \hline \text{১) সাম্য মিশ্রণে বিক্রিয়কের সংখ্যা বৃদ্ধি} & \text{সাম্যের অবস্থান ডানদিকে সরে যায়} & \text{উৎপাদন বৃদ্ধি} & \text{H_2SO_4 উৎপাদন হয়} \\ \hline \text{২) সাম্য মিশ্রণ থেকে উৎপাদ অপসারণ} & \text{সাম্যের অবস্থান ডানদিকে সরে যায়} & \text{উৎপাদন বৃদ্ধি} & \text{NH_3 অপসারণের সময় NH_3 উৎপাদন} \\ \hline \text{৩) বিক্রিয়াস্তলে উৎপন্ন দ্রব সংযোগ} & \text{সাম্যের অবস্থান বামে সরে যায়} & \text{উৎপাদন হ্রাস} & \text{NH_3 সরবরাহ} \\ \hline \text{৪) সাম্য মিশ্রণ থেকে বিক্রিয়কের অপসারণ} & \text{সাম্যের অবস্থান বামদিকে সরে যায়} & \text{উৎপাদন হ্রাস} & \text{HNO_3 উৎপাদনের NO বা O_2 সরবরাহ} \\ \hline \end{array} \] চাপের প্রভাব: (১) \(n\) = উৎপাদকের মোট গ্যাসীয় মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোট গ্যাসীয় মোল সংখ্যা। (২) \(\Delta n\) ধনাত্মক হলে, চাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে এবং উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি পাবে। (৩) \(\Delta n\) ঋণাত্মক হলে, চাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে এবং উৎপাদনের সক্ষমতা হ্রাস পাবে।