এড্রেস একাডেমি
Home Home
Profile Profile
Login Login
Register Register

অফারে মাত্র ১৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

নির্দিষ্ট আয়তনের কোন তরল পদার্থকে সঠিকভাবে মেপে অন্য পাত্রে নেয়ার জন্য কি ব্যবহত হয়?

A. কনিক্যাল ফ্লাস্ক

B. মাপন সিলিন্ডার

C. পিপেট

D. ব্যুরেট

E. বিকার

SUST16-17আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত কাঁচের যন্ত্রপাতিরসায়ন প্রথম পত্রল্যাবরেটরির নিরাপদ ব্যবহারUnit-B

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Hints: ল্যাবরেটরির বিভিন্ন মাপন যন্ত্রপাতির ব্যবহার Solve: পিপেট সাধারণত একটি নির্দিষ্ট আয়তনের তরল পদার্থ এক পাত্র থেকে অন্য পাত্রে নিতে ব্যবহার হয়। Ans. (C) ব্যাখ্যা: গ্লাসসামগ্রী ব্যবহারের নিরাপদ কৌশল ও পরীক্ষার সময় সতর্কতা: গ্লাস সামগ্রী, ব্যবহারের কৌশল, পরীক্ষার সময় সতর্কতা টেস্টটিউব, টেস্টটিউব হোল্ডার দ্বারা ধরতে হবে, উত্তপ্ত টেস্টটিউব ঠান্ডা পানি দ্বারা ধোয়া যাবে না। বিকারের ক্ষেত্রে, বিকার হঠাৎ পানি বা দ্রাবক রাখার প্রাবলিকেশ যায়তে মিলির দাগ কাটে থাকে।, পাউডার বা ডিটারজেন্ট দ্বারা নরম কাপড়ের সাহায্যে পরিষ্কার করতে হবে। ফানেল, ফিল্টার ব্যবহার করে বিভিন্ন ছাঁকন কাজে ব্যবহার করা যায়, কোনো দ্রব্য ঢালা কাজে ব্যবহার করা হয়। কনিকার ফ্লাস্ক, আধুনিক গবেষণায় ব্যবহার হয়, সাধারণত 100mL, 250mL, 500mL আকারের হয়। মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার, নির্দিষ্ট পরিমাণ তরল মাপনে ব্যবহার হয়, মাপ নেওয়ার সময় মিনিস্কাসের নিম্নতর মাপ নিতে হয়। ওয়াশ বোতল, বিভিন্ন যন্ত্রাংশ ধোয়ার কাজে ব্যবহার হয়, সাবান বা পাউডার ব্যবহার করতে হবে। বুরেট, গ্যাসসার্ক ফিকসাত ব্যবহার করতে হবে, \(K_2Cr_2O_7\) ও \(H_2SO_4\) এর দ্রবণ দ্বারা রিন্স করতে হবে। পিপেট, কাজের ভিত্তিতে পিপেট দুই প্রকার: স্থানান্তর পিপেট এবং পরিমাপন পিপেট, ল্যাবরেটরিতে সাধারণত স্থানান্তর পিপেট ব্যবহার করতে হয়। রিএজেন্ট বোতল, রাসায়নিক দ্রব্য রাখা বোতল, সাবান বা ডিটারজেন্ট দ্বারা পরিষ্কার করতে হবে। লিবিক শীতক, উত্তপ্ত অবস্থায় পানি ঢালা যাবে না।