অফারে মাত্র ২৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. SO3
B. NH3
C. P2O5
D. HNO3
E. None
Explanation: Hints: সমন্বয় বন্ধন। Solve: \( \text{N}^{7} \to 1\text{s}^2 2\text{s}^2 2\text{p}_x^1 2\text{p}_y^1 2\text{p}_z^1 \) এখানে N এর তিনটি নিঃসঙ্গ ইলেকট্রন তিনটি H এর সাথে সমযোজী বন্ধন গঠন করে। N → \[ \begin{array}{c} 1\text{s} & \uparrow\downarrow \\ 2\text{s} & \uparrow\downarrow \\ 2\text{p}_x & \uparrow \\ 2\text{p}_y & \uparrow \\ 2\text{p}_z & \uparrow \end{array} \] H H Ans. (B) ব্যাখ্যা: সমন্বয় বন্ধনে অংশগ্রহণকারী দুটি পরমাণুর ক্ষেত্রে অংশগ্রহণকারী দাতা পরমাণুর সর্বাধিক শক্তিস্থরেও কোনো অরবিটালে কমপক্ষে একটি নিঃসঙ্গজোড়া ইলেকট্রন থাকতে হবে। অর্থাৎ, দাতা গ্রহপতি লিগান্ড হতে হয়। ইলেকট্রনজোড় গ্রহণ করার জন্য গ্রহীতা সর্বাধিক শক্তিস্থর বা যোগ্যতা স্তরে একটি শূন্য অরবিটাল থাকতে হবে।