এড্রেস একাডেমি
Home Home
Profile Profile
Login Login
Register Register

অফারে মাত্র ১৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

2A→B একটি ২য় ক্রম রাসায়নিক বিক্রিয়া। কোনো নিদিষ্ট সময়ে বিক্রিয়ার হার প্রারম্ভিক হারের 1/16 ভাগ। এই সময়ে কত শতাংশ বিক্রিয়া সম্পন্ন হয়েছে?

A. 16

B. 25

C. 50

D. 75

E. 20

SUST15-16বিক্রিয়ার ক্রমরসায়ন প্রথম পত্ররাসায়নিক পরিবর্তনUnit-B

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Hints: বিক্রিয়ার হার \(\frac{dx}{dt}\) এবং ঘনমাত্রা a হলে, 2য় ক্রম বিক্রিয়া: \(\frac{dx}{dt} = K a^2 \, [K = \text{হার ধ্রুবক}]\) Solve: বিক্রিয়ার প্রারম্ভে বিক্রিয়ার হার \(\frac{dx_1}{dt}\) এবং ঘনমাত্রা \(a_1\) নিদিষ্ট সময় পর বিক্রিয়ার হার \(\frac{dx_2}{dt}\) এবং ঘনমাত্রা \(a_2\) এখন, 2য় ক্রম বিক্রিয়া হওয়ায় \(\frac{dx_1}{dt} = K a_1^2\) ............... (i) \(\frac{dx_2}{dt} = K a_2^2\) ............... (ii) (ii) ÷ (i) নং সমীকরণ \[ \frac{\frac{dx_2}{dt}}{\frac{dx_1}{dt}} = \frac{a_2^2}{a_1^2} = \frac{1}{16} \implies a_2 = \frac{a_1}{4} \] নির্দিষ্ট সময় পর প্রারম্ভিক বিক্রিয়কের \( \frac{1}{4} \) অংশ অবশিষ্ট রয়েছে। \[ \left( \frac{3}{4} \times 100 \right) \% = 75\% \, \text{বিক্রিয়া সম্পন্ন হয়েছে।} \] Ans. (D) ব্যাখ্যা: যে বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার বর্গের বা 2য় ঘাতের সমানুপাতিক হয় অথবা যে বিক্রিয়ার হার 2টি বিক্রিয়কের ঘনমাত্রার একক ঘাতের গুণফলের সমানুপাতিক হয়, তাকে 2য় ক্রম বিক্রিয়া বলে।