অফারে মাত্র ২৫০/- টাকায়,
দশটির অধিক
এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
A. 0.3
B. 0.4
C. 0.5
D. 0.6
E. 0.1
Explanation: Solve: বিক্রিয়ার প্রাথমিক অবস্থায়, \(Q_C = \frac{[B]}{[A]} = \frac{0.1}{0.5} = \frac{1}{5}; \, K_C > Q_C \) সেহেতু বিক্রিয়াটি সমাপ্তি দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ \( A \) বিভাজিত হয়ে \( B \) উৎপন্ন হবে। \[ \begin{array}{c|c|c} A & \Rightarrow & B \\ \hline প্রাথমিক: & 0.5 & 0.1 \\ সাম্যাবস্থা: & (0.5 - x) & (0.1 + x) \\ \end{array} \] \( \therefore K_C = \frac{[B]}{[A]} = \frac{0.1 + x}{0.5 - x} \implies 2 = \frac{0.1 + x}{0.5 - x} \implies x = 0.3 \) সুতরাং সাম্যাবস্থায় \( B \)-এর ঘনমাত্রা = \( (0.1 + 0.3) = 0.4 \, \text{mole/L} \) Ans. (B) ব্যাখ্যা: \( Q_C / Q_P \) কী? যে কোনো সময় একটি বিক্রিয়ার উৎপাদ সমূহের সক্রিয় ভরের উপযুক্ত ঘাতসং ??ুণফলের অনুপাতে বিক্রিয়া অনুপাত (Reaction Quotient) বলে। একটি \( Q \)-দ্বারা প্রকাশ করা হয়। \( Q_C = \frac{\text{যে কোনো সময় উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রার উপযুক্ত ঘাতসং গুণফল}}{\text{যে কোনো সময় উৎপাদ সমূহের আর্কিও সক্রিয় ভরের উপযুক্ত ঘাতসং গুণফল}} \) 1. \( Q_C < K_C \) বা \( Q_P K_C \) বা \( Q_P > K_P \) হলে বিক্রিয়াটি আরও পিছপদ হবে। 3. \( Q_C = K_C \) বা \( Q_P = K_P \) হলে বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকবে।