অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Kc=2 স্যামাংক বিশিষ্ট একটি উভয়মুখী বিক্রিয়ায় A→← B এর A এবং B এর প্রারম্ভিক ঘনমাত্রা যথাক্রমে 0.5 ও 0.1 mol/L হলে, বিক্রিয়াটির সাম্যবস্থায় B এর ঘনমাত্রা কত mol/L?

A. 0.3

B. 0.4

C. 0.5

D. 0.6

E. 0.1

SUST15-16ভরক্রিয়ার সূত্র, রাসায়নিক সাম্যধ্রবক এবং Kp, Kc নির্ণয়রসায়ন প্রথম পত্ররাসায়নিক পরিবর্তনUnit-B

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Solve: বিক্রিয়ার প্রাথমিক অবস্থায়, \(Q_C = \frac{[B]}{[A]} = \frac{0.1}{0.5} = \frac{1}{5}; \, K_C > Q_C \) সেহেতু বিক্রিয়াটি সমাপ্তি দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ \( A \) বিভাজিত হয়ে \( B \) উৎপন্ন হবে। \[ \begin{array}{c|c|c} A & \Rightarrow & B \\ \hline প্রাথমিক: & 0.5 & 0.1 \\ সাম্যাবস্থা: & (0.5 - x) & (0.1 + x) \\ \end{array} \] \( \therefore K_C = \frac{[B]}{[A]} = \frac{0.1 + x}{0.5 - x} \implies 2 = \frac{0.1 + x}{0.5 - x} \implies x = 0.3 \) সুতরাং সাম্যাবস্থায় \( B \)-এর ঘনমাত্রা = \( (0.1 + 0.3) = 0.4 \, \text{mole/L} \) Ans. (B) ব্যাখ্যা: \( Q_C / Q_P \) কী? যে কোনো সময় একটি বিক্রিয়ার উৎপাদ সমূহের সক্রিয় ভরের উপযুক্ত ঘাতসং ??ুণফলের অনুপাতে বিক্রিয়া অনুপাত (Reaction Quotient) বলে। একটি \( Q \)-দ্বারা প্রকাশ করা হয়। \( Q_C = \frac{\text{যে কোনো সময় উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রার উপযুক্ত ঘাতসং গুণফল}}{\text{যে কোনো সময় উৎপাদ সমূহের আর্কিও সক্রিয় ভরের উপযুক্ত ঘাতসং গুণফল}} \) 1. \( Q_C < K_C \) বা \( Q_P K_C \) বা \( Q_P > K_P \) হলে বিক্রিয়াটি আরও পিছপদ হবে। 3. \( Q_C = K_C \) বা \( Q_P = K_P \) হলে বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকবে।