অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

অ্যাজিওট্রপিক মিশ্রন কী?

A. সমস্বত্ত মিশ্রন

B. গ্যাস-তরল মিশ্রন

C. ইমালশন

D. কোনোটিই নয়

E. দুটি ভিন্ন তরলের মিশ্রন যা একটি স্থির তাপমাত্রায় ফোটে

SUST15-16সাসপেনশন ও কোয়েগুলেশন, দুধ ও মাখনরসায়ন প্রথম পত্রকর্মমুখী রসায়নUnit-B

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Hints: অ্যাজিওট্রপিক মিশ্রণ বা সমস্ফুট মিশ্রণ। Solve: অ্যাজিওট্রপিক মিশ্রণের অপর নাম হচ্ছে সমস্ফুট মিশ্রণ বা স্থিরস্ফুটনাঙ্ক মিশ্রণ অর্থাৎ, দুটি ভিন্ন তরলের মিশ্রণ যা একটি স্থির তাপমাত্রায় ফোটে। Ans. (E) ব্যাখ্যা: অ্যাজিওট্রপিক মিশ্রণের সর্বোত্তম উদাহরণ হলো রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট হলো 95.6% ইথানল এবং 4.4% পানির সমস্ফুটন মিশ্রণ এবং এর স্ফুটনাঙ্ক হলো \( 78.1^\circ C \)। রেকটিফাইড স্পিরিটকে পাইপে চুন (CaO) সমযোজিত পাথন করলে বিশুদ্ধ ইথানল পাওয়া যায়।