অফারে মাত্র ২৫০/- টাকায়, দশটির অধিক এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে,
যেখানে থাকবে প্রিমিয়াম প্রশ্ন এনালাইসিস গ্রাফ, আলাদা আলাদা এক্সাম দেওয়ার সুযোগ ইউনিভার্সিটি অনুযায়ী,
আনলিমিটেড Practice এক্সাম, লাইভ এক্সাম, মডেল টেস্ট।
সজীব
পদার্থবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 20 mL CnH₈O আণবিক সংকেতের গ্যাসীয়। জৈব যৌগ সম্পূর্ণরূপে দহন করতে 90 mL O₂ প্রয়ােজন হলে n এর মান কত?

A. 1

B. 2

C. 3

D. 4

E. 5

SUST14-15ভর ও শক্তির নিত্যতা, বিক্রিয়া তাপ ও প্রশমন তাপরসায়ন প্রথম পত্ররাসায়নিক পরিবর্তনUnit-B

পিডিএফ এর থেকেও মাস্টার প্রশ্ন ব্যাংক & Poll Master এ রয়েছে বিশেষ সুবিধা

Explanation: Hints: জ্বাল যোজের দহন। Solve: \( C_nH_8O + \frac{(2n+3)}{2}O_2 = nCO_2 + 4H_2O \) \( \frac{(2n+3)}{2} \, \text{mole O}_2 = 1 \, \text{mole O}_2; \, \therefore 20 \times \frac{(2n+3)}{2} = 90 \) \( \implies 2n + 3 = 9; \, \therefore 2n = 6; \, \therefore n = 3 \) Ans. (C) ব্যাখ্যা: হাইড্রোকার্বনের দহন করলে সবক্ষেত্রেই \( \text{CO}_2 \) ও \( \text{H}_2O \) তৈরী হয়। এক্ষেত্রে বিক্রিয়া হতে বিক্রিয়ক \( \text{O}_2 \)-এর মোল সংখ্যা নির্ণয় করা যায় এবং যদি প্রমাণ গঠন এনথালপি দেওয়া থাকে তাহলে \( \Delta H \) হিসাব করা যায়। \( \Delta H = (\text{উৎপাদদের মোট এনথালপি}) - (\text{বিক্রিয়কের মোট এনথালপি}) \).